ফরিদপুরের বোয়ালমারীতে আঃলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

0
102

 ফরিদপুরের বোয়ালমারীতে আঃলীগের মতবিনিময় সভা

Ahilig opinion exchange meeting at Boalmari in Faridpur

AVvXsEiHR4Mo t0bOl6EvzT wOeUm pvt5e5qHEAY LbwjGV4F4zb8Bl5E4drPO 4VrSR9V1dLI3pyuES9VvzhuXlDSak9xSNcGBdX8001hEmkdu142lF4V9T88UkUGz8H8M Aj1bddpQCRVqGehYzizBxKLrf5bHশনিবার (১২ মার্চ ) বাংলাদেশ আওয়ামীলীগ বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে চলমান পরিস্থিতি ও দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মুশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে   সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা  ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আঃলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

AVvXsEh6zuhHMRRgP3v6AB4szBCEzCX3EImxT91KwJ4pTX6E8Ln9zIDa4QBwUk 3Eurkr3YxlVEkqw9k3WGYHPHVYxY3mxM2qzMuIDW nP5V9nrXNQwbySdWtdJXRwVhIZWiEjodBumIO2ELEPMb1k3k531r ipJf3BJoHpresmXb8hlKgZHwTQvkXE4ouRc=s320এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি শামীম হক, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস,   মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক   আবুল ফয়েজ শাহনেওয়াজ, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, শিল্প ও বানিজ্য সম্পাদক দিপক মজুমদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী গোলাম মহিউদ্দিন তসলিম , খসরুল আলম দুলু,  সামচুল আলম চৌধুরী,  ফরিদপুর পৌর আওয়ামীলীগের সদস্য মোঃ ওহিদুর রহমান,  জেলা যুবলীগের সদস্য গোবিন্দ চন্দ্র বিশ্বাস সহ বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।  

উক্ত সাংগঠনিক মত বিনিময় সভাটি পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  শাহজাহান  মিরদাহ পিকুল।   

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here