ফরিদপুরের সালথায় দুই দলের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর : আহত-২০

0
30

 দুই দলের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর : আহত-২০

Homes vandalized in clash between two groups: 20 injured

AVvXsEhtcDQLv4Vd7XF50HltAqpU587ExKnSHu6NnDuLsJJrUD37VFIY1Mnnrwg5Qফরিদপুরের সালথায় গ্রাম দুই দলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   রবিবার সকাল ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় হামলা চালিয়ে ৫টি বসতঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা।

স্থানীয়রা জানান,  রবিবার সকালে কানাইড় গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কুদ্দুছ শেখের সমর্থক ওমর মাতুব্বরের সাথে বর্তমান ইউপি সদস্য পারভেজ মাতুব্বরের সমর্থক আকবর শেখের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সুত্রধরে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ কানাইড় গ্রামে গিয়ে উত্তেজনা পরিস্থিতি শান্ত করেন। এই উত্তেজনাকে কেন্দ্র করে পাশ্ববর্তী বাসুয়ারকান্দী গ্রামে কুদ্দুছ শেখের সমর্থকদের সাথে পারভেজ মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

AVvXsEilzTBfTi3cNRdxlhp1QSVe9gJPLxeHDgmLGS 7Q5h9IE7xVnrUvkMrdYmvB8oirAV8gvsTKoKmIzWAsaaUzGHwubEFBn0dcUHd79y7goMhquNi7WPConqV749yPDak2LIcl LUQb2pZakw112Ojd3pahHjjuEgvDmuWlIR5NMRkqoY4mQsY2cIjiWh=s320এ সময় ৫টি বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে সংঘর্ষকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সংঘর্ষে পারভেজ মাতুব্বরের সমর্থক মুন্নু শেখ, কামাল শেখ, রাজীব শেখ, রিপন শেখ, বাবু শেখ, সেলিম শেখ, আরিফ শেখ, সাকিব শেখ, মোহাম্মদ আলী ফকির ও কুদ্দুছ শেখে সমর্থক দুলাল শেখ শামীম মোল্যা, আনছার মাতুব্বর, তুহিন শেখ, শাহীন শেখ সহ উভয় দলের অন্তত ২০ জন আহত হয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

AVvXsEjx2nwVIFCGPKShtJZ3mZmd7Xs5cu4VJOXxfEjc9DfOvBpOlM50KpuMjCgcfuv4aU7A2RKRrI5WJRodG6x252lqbE6uTTemiGJpv0EipI7Ut9utnnb1iWkKwV7VHUT9MW8 Te id3MJV86xfbBQq2ieBZ4ee0DxbU uHwidOp8pLfpRzd KDdupc1iu=s320এ ব্যাপারে ফরিদপুরের সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মারুফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এবিষয়ে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here