ফরিদপুরে আদালতের জিম্মায় থাকা মানিলন্ডারিং মামলার আসামী ১২ বাস আগুনে ভষ্মিভুত

0
295

মানিলন্ডারিং মামলার আসামী ১২ বাস আগুন

Money laundering case accused 12 buses on fire

AVvXsEgWMK ITzDmqzBdGigQyoL sUt8YDpjX5bUHফরিদপুর শহরের গোয়ালচামটে অগ্নিকান্ডে ভষ্মিভ’ত হয়ে গেছে সাউথলাইন পরিবহনের ১২টি বাস। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামী সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন বাসগুলো আদালত জব্দ করে সিআইডির জিম্মায় রেখেছিলো বলে জানান গেছে।

রাত একটার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে এ আগুনের সুত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ফরিদপুর ফায়ার সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম জানান, ২২ টি বাসের মধ্যে বারোটি বাস পুড়ে গেছে। অগ্নিকান্ডের কারণ চিহ্নিত করা যায়নি, তদন্ত করে দেখা হচ্ছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

AVvXsEi APmGUBc8l0ZtnFsSQiuxJ5taoS0t3A4OmGhkSGa6JPzWoUTszZFDqRrRKermAws0e libHpFuu2BnIdXlt0 9Q5ecnL56PFc3T4v yNzdZrIppjryTSnHkhGdfUM2KpvmdPNfMhXXkfXrr0wX5kVlQm2agsslYU3J1BdyAPzGHr0MLuO8Sm3g 3K=s320এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে। তিনি জানান, সেখানে মোট ২২টি বাস রাখা ছিলো। এরমধ্যে ১২টি বাসেই একসাথে আগুন লাগে। রাত আড়াইটার দিকে আগুন নিভিয়ে ফেলতে আমরা সক্ষম হই। 

তিনি আরও বলেন, ফরিদপুরের সাউথ লাইন নামে পুড়ে যাওয়া ওই বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেফতার শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। ২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেল গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো এখানেই রাখা ছিলো।

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here