ফরিদপুরে আলোচিত আবরার হত্যার প্রধান আসামীকে নির্দোষ দাবী করে পিতার সংবাদ সম্মেলন

0
100

 আবরার হত্যার প্রধান আসামীকে নির্দোষ দাবী করে  পিতার সংবাদ সম্মেলন

Father’s press conference acquitted the main accused in Abrar’s murder

AVvXsEiTrucQtW1HMbXUFydo5x19IrUhYUn5c4hx KXmwALcQ T8cUaQJjLsVhiZolhSAZWQTzc2rjd7FB854kV68TovkuBim5XxX65ErFJ7N8bd51R76WCNOE0pzqTddmvvzwgbUbAEPAenKv2Hh u9Kdf2YGdG3lhVEhQJfcFVKBT7nHRFUklP9UwIaCfl=s320বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) আলোচিত আবরার হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত প্রধান আসামী মেহেদী হাসান রাসেলকে নির্দোষ দাবি করে ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার পিতা রুহুল আমিন ।

 

সোমবার (১৪ মার্চ) সকাল ১০ টায় নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে রাসেলের পিতা রুহল আমিন লিখিত বক্তব্যে জানান, “ আমার ছেলে রাসেল সম্পুন্ন নির্দোষ, আবরার হত্যার সাথে সে বিন্দুমাত্র জড়িত নেই । আমার ছেলে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে, সে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল এই কারণে তাকে এই মামলায় জড়ানো হয়েছে । আমার ছেলে ঘটনাস্থলে ছিলো না। 

AVvXsEh7BnQgLARY 5i UAv3oqAQ15hONOOf4tTmptysrRE3nSJ4C5c H5b4amxlgBsHjMC2QRNhP3W f4ipPt6uxGJAuMPRIwzVi l5srmqYDaiZHbG47JdbPAsRs7B9W VgkyZtkdfo79CbAp z2mLnY6ytbcO6Co3 Jz RNcaMrKUqRTTtqT00BORflhB=s320তিনি আরো জানান, আমি একজন পিতা হিসেবে আবরারের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই । তবে আবরার হত্যার সাথে যারা প্রকৃতভাবে জড়িত তাদের শাস্তি চাই । আমার ছেলের মত কোন  নিরপরাধ ব্যক্তি যেন এই মামলায় শাস্তি না পায় আমি সেই ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতি ,মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা ও হস্তক্ষেপ আশা করছি। 

AVvXsEgXM6eOICGFBfnCNmOCD9zUKJ1jyzxPujjZhrxOSrpnyxldrLk5ilgeBcVocyPbvRouCQPYQ axawbwM0TPNOp9zAyRER42gaJE2V3vW8WHf1j ot62VIu fwrmo HAOiyTuas H2CslgwUjupT9oysE21g t prIY7x0Y6mw9OBG7Esz 2YIKJgtg=s320সংবাদ সম্মেলনে ফরিদপুরের নগরকান্দায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , বুয়েটের আলোচিত আবরার হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামী মেহেদী হাসান রাসেলের গ্রামের বাড়ি ফরিদপুরে সালথা উপজেলার রাংগারদিয়া গ্রামে। তার বাবা রুহুল আমিন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here