ফরিদপুরে উচ্চ ফলনশীল বারি সুর্যমূখী-২ জাতের চাষাবাদে মাঠ দিবস | Field Day at Faridpur High Yield Bari Suryamukhi-2 Variety Cultivation

0
237

AVvXsEiHzmwasLHPfzYoBmoxwdY2cCZXIP5YLdMtbbQ6sXAqbXT2cyzibHIeXyoU5XfhuMj5DWF LVmk7oJ0OXsSbBfjprO4I7p bJH1AHD12r3TERfLfF fwfCp5dw04wMGsbB8D5JODQptXAxZurCIis 233ESa6EH IpO86iO8nFKDFGd0wajNxK96V =s16000

সরেজমিন গবেষনা বিভাগ (সগিব), ফরিদপুরের আয়োজনে “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প” এর আওতায় উচ্চ ফলনশীল ক্ষতিকর ইরোসিক এসিড মুক্ত বারি সুর্যমূখী-২


জাতের চাষাবাদের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার উজান মল্লিকপুরে।
সগিব, ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের তৈলবীজ গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসি বেগম। 

এসময় বরিশালের আঞ্চলিক কৃষি গবেষনা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিউদ্দিন ও ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. হযরত আলী বক্তব্য রাখেন।

AVvXsEhLM69 ID6odc2JLNZC5tKW29Oi WUeAUBr s8OhZat5sULNVnIHFzIP3K JaO8yf0r72XqOsP2H7d3oEC9ofp922v1q ZIC6jMyrwC1f5rdUGWguHDOcsY1ESDDiZ 0V0R D8HaHbRQaOo s0OY7CK58Pw S wF41PSwjEeFCGOtp8Uxcf H6fkB=s16000

বক্তারা বলেন, রবি ও খরিপ মৌসুমে চাষযোগ্য স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল এই জাতটি প্রতিকুল আবহাওয়ায় টিকে থাকতে সক্ষম। অন্যান্য ভোজ্য তেলের তুলনার এ তেল নন কোলেস্টরল ও এন্টি অক্সিডেন্ট গুন সমৃদ্ধ হওয়া হৃদ রোগীদের জন্যেও ব্যবহারযোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here