ফরিদপুরে দুই হাজার কোটি টাকা পাচার মামলা: সাবেক মন্ত্রীর ভাই বাবর গ্রেফতার

0
152

 দুই হাজার কোটি টাকা পাচার মামলা

Two thousand crore rupees smuggling case

AVvXsEg6mjYQn8xsQbKnIUU93jOqF P4sHZhBXCa6ZaEOohZFe9zcYxC5j0LLRM2ih6CLR0nwDy i6F7anUV KqJHgee4w49LrWgJiBk7QNtKEAPTjMdD7XhA8OeKfiw1N uRikBpg7lShAntLPmGy ESgiWAeScvcG 7wFbuks3K0d Adkpqdco 2F72AoI=s320ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামী ও সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৮ মার্চ) সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

আরো পড়ুন: ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী

পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (৭মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় এ সংক্রান্ত  এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে বিস্তারিত জানোনো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।

AVvXsEjkHAChnlVzUtLr01FzCmqILYsSiD9WDGX4GRN057x5CNM6sJ W5F9N26clTTpcEkL 8oJJ72oJmDFzQbikyAQW5vVsFFOnYl325m0s6y6WFF1HSaPyLK9f2উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সিআইডি পুলিশ।

ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্নিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here