ফরিদপুর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

0
137

 

AVvXsEh hGaOI9 2AelGhz ZbWmUEHkvVqhvJVYVS69fpngTU5AFXv541DwuszDnQEKrZhyieeDhUwdWiK wD9vFW5hIFviJoO9i RgcR34BAnLHLERFekIN4Dkx hhV4sVGsqVPNM0UcJ9AKY7t59O4xJvwXrZFvP7SAsEYAwv RCQ658Tmhkqcr1klhKp7=w624 h351

ফরিদপুর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ফরিদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয় 

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক চত্বর হতে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক  অতুল সরকার, সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার  সুমন রঞ্জন সরকার, সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ রেজভী জামান, এনডিসি জনাব মোঃ আশিকুর রহমান, জেল সুপার মোঃ আল মামুন, আনসার ভিডিপি কমান্ডার জনাব নাদিরা বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 এ সময় বক্তারা সাধারণ জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিৎ করতে সরকারী বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদেরকে আরও সদয় হওয়ার আহ্বান জানান। এছাড়াও তারা সাধারণ জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে প্রচার প্রচারণার প্রতি গুরুত্ব আরোপ করেন।

মাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি।

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here