ফেনীতে রাজাঝীর দিঘীতে জালে আটকা পড়ে প্রায় ৪০কেজি ওজনের মাছ

0
59

ফেনীতে রাজাঝীর দিঘীতে জালে আটকা পড়ে প্রায় ৪০কেজি  ওজনের মাছ
Feni Rajaji’s Dighi net caught fish weighing about 40 kg

%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%20(22)ফেনী রাজাঝীর দিঘীতে জাল টেনে প্রায় এক মন ওজনের মাছ শিকার।বৃহস্পতিবার ২৪ মার্চ বেলা ১১টার দিকে রাজাঝীর দিঘীর বর্তমান পরিচালকরা দিঘীটিতে জাল টেনে মাছ উত্তলনের সময় এই বিশাল আকৃতির ব্লাককার্প মাছটি শিকার করেন।

ওজন করার পরে জানা গেছে মাছটির ওজন ৩৫ কেজি। রাঝাজীর দিঘী থেকে এত বড় মাছ উঠার দৃশ্য দেখে অবাক করে দিয়েছে সকলকে। মাছটি এক নজর  দেখতে উৎসুক জনতার ভীড় পড়ে যায়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

মাছটি পেয়ে দিঘীর লিজ গ্রহনকারী সদস্যগন পরের দিন শুক্রবার ১২ টার দিকে আবারও জাল টেনে একই ওজনের আরো কয়েকটি মাছ জালে আটকা পড়ার দৃশ্য দেখেছেন তবে মাছ গুলো বড়শি খেলার জন্য পূণরায় দিঘীতে ছেড়ে দেন।

লিজ গ্রহনকারী সদস্যরা জানান, যারা এই বড়শি খেলায় অংশগ্রহন করবে তাদের জন্য এটি বড় আকর্ষন থাকবে এবং এই মাছগুলো শিকার খেলায় দিনটিকে উৎসব মুখর করে তুলবে।

তারা আরো জানান এই বড়শি খেলা জন্য সম্ভাব্য আগামী ২ মাস পর টিকেটগুলো ছাড়বেন বলে আশা করছেন।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here