ফেনীতে ১৫ কেজি গাঁজা সহ দুই মাদক বিক্রেতা আটক

0
277

 ১৫ কেজি গাঁজা সহ আটক মাদক বিক্রেতা

Detained drug dealer with 15 kg of cannabis

AVvXsEg3N0y5bhqcDZmbaN8kK9t5g9wFzI2Yj3IAr hfVE XClKZX9VZMGrMwZMJ0fFh3Ivgx5QXGOa4MfknaVxd2XTB68sRAIMaiUJa7yRT9Q7Ti cUtENTAH3sudqD8Qrv7pkWn1GkE6vu9iZZOXjFcCZ0LmLJ3tbZj6no 41y rYje0 tPNEOWGNK8joH=s320ফেনীতে ১৫ কেজি গাঁজা সহ মো. জুনায়েদ (২০) ও মোছা. ছাব্বুর নাহার (২৫) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল রামপুরস্থ ইউসুফ স্টোর এর সামনে থেকে তাদের আটক করে র‌্যাব।

আটককৃত মো. জুনায়েদ কক্সবাজার জেলার বেরমপাড়া এলাকার মো. জহির আহম্মেদের ছেলে ও মোছা. ছাব্বুর নাহার একই এলাকার মো. জাবেরের স্ত্রী। 

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয় খবর জানতে পেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল রামপুরস্থ ইউসুফ স্টোর এর সামনে থেকে দুই মাদক বিক্রেতা আটক করে র‍্যাব। 

এ সময় আটককৃতদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজার-চট্রগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গার মাদক সেবী ও বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছেন।

 

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here