ফেনীতে ৬ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের মাদক সহ যুবক গ্রেফতার; কাভার্ডভ্যান জব্দ

0
276

 ফেনীতে ৩০ কেজি গাঁজা ও ১৪০ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার; কাভার্ডভ্যান জব্দ

Youth arrested with 30 kg cannabis and 140 bottles of Fencidil in Feni; Covered van seized

ফেনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ মোঃ মহিন উদ্দিন (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার ৭ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার কৃত মোঃ মহিন উদ্দিন চাঁদপুর কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর এলাকার মোঃ মনির হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভার সংলগ্ন শাহিন হোটেলের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ১৪০ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো ট- ১১-৮৩২৭ কাভার্ডভ্যানটি জব্দ করে র‍্যাব।

AVvXsEiCX4wGMX0D8VGt0GSIBvNektLmc01xRMqrehkDUVuK30SRcbVkrEKbFm41h2QnD6KiUUxosj0INF08btOzhfBD3KuWP2zTMfCTa30BvQawOMJdQ c0hi9W45Fd R4ahi5xMQ 1KXUAWneF q2E3DutcOLJR5MykNaXvUN4TIcYssSKLQoMJms7dcVv=s16000

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ ২০ হাজার টাকা।

 ফেনীস্থ র‌্যাব-৭’র কোম্পানী কমান্ডার গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যান যোগে সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে এনে বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত মালামালসহ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here