ফেনীর ছাগলনাইয়ায় ইয়াবাসহ দুই যুবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

0
120

 ফেনীর ছাগলনাইয়ায় ইয়াবাসহ দুই যুবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ 

Detective police have arrested two youths including Yaba in Chagalnaiya of Feni

AVvXsEiOIXVdzlZgFeyjbhVPFyফেনীর ছাগলনাইয়ায় ইয়াবাসহ মোঃ মাহমুদুল হোসেন রুবেল(২৫) ও মোঃ আবুল বসর রাজিব(২৫) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৬ মার্চ) রাতে উপজেলার বাঁশপাড়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ মাহমুদুল হোসেন রুবেল ছাগলনাইয়ার বাঁশপাড়া’র মৃত শফিকুর রহমান বদু মিয়া ও মৃত রেজিয়া বেগমের ছেলে এবং একই এলাকার শামসুল হক ও মৃত আনোয়ারা বেগমের ছেলে মোঃ আবুল বসর রাজিব।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মোঃ জসিম উদ্দিন, এএসআই মোঃ জাকির হোসেন ও এএসআই হান্নান আল মামুন   অভিযান চালিয়ে বাঁশপাড়া বাংলাদেশ হোটেল সংলগ্ন এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মেজবাহ উদ্দিন আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here