ফেনীর সোনাগাজীতে সিমেন্টের গোডাউনে মজুত করা ছিলো ৯১২ লিটার ভোজ্যতেল

0
292

সিমেন্টের গোডাউনে মিললো  ৯১২ লিটার ভোজ্যতেল! 

912 liters of edible oil found in the cement godown!

AVvXsEgPMfC08VMaZ0gYt53abPJDin7dalgTRgbVhoZYjjbPRs4D5cCeyHYEBKPRJaOD zUC8bSDliArXL0stHLK8a u5BYieaZYfV59pZqIxA GWrAcgjT5QOSnHly yYuFqNr kwUSYKegKXE4WYbV9wlp0ফেনীর সোনাগাজীতে একটি সিমেন্টের গোডাউনে ৯১২ লিটার ভোজ্যতেল মজুত করা অবস্থায় পেয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মেসার্স আজিজ ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন ভৌমিকের নেতৃত্বে রোববার ১৩ মার্চ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মানু মিয়ার বাজার এলাকায় এ অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন ভৌমিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমিরাবাদ ইউনিয়নের মানু মিয়ার বাজার এলাকায় মেসার্স আজিজ ট্রেডার্সের সিমেন্টের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

AVvXsEim64LEOcTDzC7pZjZX7BH4jr4Ii8Q7vtPRSxYqLY qKciPBfp54uAQf8aadD00gH zJos0C2JVVcR07teZZUzC98EUI6ANa278DvER2BfnOJqEFGO0XD0XtP8ND এসময় ওই গোডাউনে ৫৭টি কার্টনে ৯১২ লিটার ফ্যামিলি ব্র্যান্ডের ভেজিটেবল অয়েল ফর্টিফাইড পামঅয়েল পাওয়া যায়। বাজারে কৃত্রিম তেলের সংকট তৈরি করে তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির মালিক আজিজুল হককে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সেইসঙ্গে আগামী তিনদিনের মধ্যে মজুত করা তেল খুচরা বাজারে সরবরাহ করতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here