বড় বাঁচা বেঁচে গেল ইউক্রেন | The big survivors survived Ukraine

0
121

AVvXsEidWliXsXJ5do379T38cDlZnz9F B8zv4fukljkFhoGaEHd6cMsuBm3dS3lqY1zqaIx B6qoHxtzYHyhHCJ4l8rJb6CTqCqoxI 5 brx 8njiALUyMXqaBiOUtOkND5 UDi7IM41fdNehZ LuyNNLd44l8p oOzcnaa8dSdvBg1LS0Ovts aUifNziK=s16000

ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। মুহুর্মুহু গোলাবর্ষণের পর বিদ্যুৎ কেন্দ্রটির একটি অংশে আগুন ধরে যায়।

এই বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর পর উৎকণ্ঠায় ছিলেন সাধারণ জনগণ। সঙ্গে নির্ঘুম রাত কাটিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলনস্কি।

ইউক্রেনের স্থানীয় সময় সকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন জেলনস্কি। তিনি জানিয়েছেন, যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হতো তাহলে আজ ইউক্রেন ধ্বংসই হয়ে যেত।

AVvXsEi4uvjpNUmnv4xhGlLLpJ2SV0mJvXRBjscH CI5VFdZ5xNQp7Pe9vMudUCNTmaz1QtLgIs7EDRibtShlydtxEApCuI9sWVHYQ84GZTaBzdqiTZ7 8ZPfVgsMbPPnsWJ5LVnCP WYZlU VcBKednWmowkd JpDAYPksHc1y0eS XfBWyBedLW13XpqS3=s16000

তিনি আরও জানান, চেরনবিলে রাসায়নিক বিকিরণের কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছিল, যদি জাপোরিঝিয়ায় এমন কিছু হতো তাহলে ক্ষতির পরিমাণ ৬ গুণ বেশি ধ্বংসাত্মক হতে পারত। 

এ ব্যাপারে জেলনস্কি বলেন, ইউক্রেনবাসী- আমরা এমন একটি রাত থেকে বেঁচে গেছি; যার কারণে ইতিহাস বদলে যেত। ইউক্রেনের ইতিহাস, ইউরোপের ইতিহাস বদলে যেত। 

AVvXsEhCSD5XHBDiXLykePMWcZiEnO2rQuCrn MS BSzhvnGh YBUTyXoYtqTNhT0bRsgBDzlxU7wa9JC7QYkUEJUTjKNJFDZlafbXgeR sqExWXUS0YVuujTWNiw0cFIhq pt8Gqkp0JDSxKR uY8WtYquEGlhy3HowSl2KpDQf0LfQQ6w6AIyspnORf8iJ=s16000

জেলনস্কি আরও জানিয়েছেন, রাসায়নিক বিকিরণ কোনো দেশ চেনে না। ইউক্রেনকে চেনে না। রাশিয়াকে চেনে না। যদি খারাপ কিছু হতো তাহলে ইউক্রেন ও রাশিয়া দুই দেশই ক্ষতিগ্রস্ত হতো।

তাই জেলনস্কি অনুরোধ করেছেন, পারমাণবিক স্থাপনায় হামলা বন্ধ করতে যেন রাশিয়ার জনগণ রাস্তায় নেমে আসেন। তারা এর প্রতিবাদ করেন। 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here