বাংলালিংকের বিরুদ্ধে জেমসের মামলা | James’s case against Banglalink

0
159

AVvXsEjSaw8jncKT35X2o1LNVaaBuPG3uB79UBG2GNg o8Avh g3uPifyavENDe9uVF86DoG9V7l9wys bmgn95axVt4F6ui2 au7LjptGV0G 5PTpmyCCQQDrFbOvnwqXLQqPVmwljKQcottEpcwcCy278eXgXFbRZHUYeL6LbluC2E4JuV63FHbh8C4OqN=s16000

 কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দেশের শীর্ষ সংগীত তারকা জেমস। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি মামলা দায়ের করেন।

আদালত তার জবানবন্দি রেকর্ড করার পরে আসামিদের আগামী ৩০ নভেম্বর হাজির হওয়ার আদেশ দেন। এদিন সকাল সাড়ে ১১টার দিকে জেমস আদালতে আসেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেমসের অনুমতি ছাড়াই বাংলালিংক তার গান ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে জেমস মামলা দায়ের করেছেন।

গত ১৯ সেপ্টেম্বর মামলা দায়ের করতে আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে এসেছিলেন জেমস। সে সময় আদালত মামলা খারিজ করে দিয়ে সংশ্লিষ্ট থানা যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here