বাজার করে বাড়ী ফেরা হলো না জসিমের; কোপ খেয়েও প্রাণে বাঁচতে দৌড়ে যাওয়ার চেষ্টা

0
254

কোপ খেয়েও প্রাণে বাঁচতে দৌড়ে পাশ্ববর্তী বাড়িতে যাবার চেষ্টা করেছিলো জসিম

Jasim tried to run to the next house to save his life

পরশুরামের বক্সমাহমুদে বাজার থেকে বাড়ি ফেরার পথে একজনকে কুপিয়ে হত্যা!

AVvXsEj0gll8D0GNhhydORcETNupHw5jaS1nSJ4 IbB7PTpM6s3PF9gHfdQ9uT5GL8 9bh9AOzC 0bHtOOLsFo BSlYO7FZN 0igbamwct0h8VSn0UK 89TjwO2JE9XNG2i mDJYzjgQN3DdMU1ফেনীর পরশুরামে বাজার করে বাড়ীতে ফেরার পথে মোঃ জসিম উদ্দিন(৫৫)রনামের একজনকে কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার রাতে বক্সমাহমুদ ইউনিয়নে খন্ডল বিক্সস সংলগ্ন পরশুরাম-ছাগলনাইয়া সড়কে এই ঘটনা ঘটেছে।

পুলিশ নিহতের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য  ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এই ব্যাপারে নিহতের ছেলে একরাম হোসেন সোহেল পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিহত মোঃ জসিম উদ্দিন উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে।

AVvXsEjU0NED9ttNr7oq9 w9AwJWtJwQzhxDunuQKb5o9aQ8wzGxNA2UYhNZCJORoCgd1khBhdGmRbVFrdUU7DDfnenq DUdDNCLMvFY ZOsgAtW6eX0Yv6PGBF65LudJkzXGy1HPvgqJnNVInl7vQn8Sf6ylMXFi2sMEUrb53gi0sR8CrVZ4SSeKWAQk jt=s320মামলার এজহার সুত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খন্ডল বাজার থেকে নিত্যপণ্যের বাজার করে বাড়ীতে ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের সামনে পৌছলে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী কুপিয়ে গুরতর জখম করে। প্রাণে বাঁচতে দৌড়ে পাশ্ববর্তী আবুল কাশেমের বাড়ীতে যাবার চেষ্টা করে। ওই বাড়ীর লোকজনসহ প্রতিবেশীরা তাকে উদ্বার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শুক্রবার সকালে পরশুরাম থানার পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আরো পড়ুন: যা থাকছে নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় (ভিডিও)

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. খালেদ দাইয়ান জানান এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্ত ছিনতাইকারীরা এই ঘটনা ঘটাতে পারে বলে ওসি ধারণা করছেন। 

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here