বালিয়াডাঙ্গীতে ফেনসিডিল সহ দুই মাদক কারবারি আটক

0
64

 

AVvXsEjc8bSCO4AcUAgZNSsHDqPa4S5kK3vlYQui8UGsqsCRORQjJbp DSV0JyawmTZ7quorcAZr73QOxWBISGjbmhtodN9pV4bUJ2DDqc33BHBiVU9AKFS3F8jGWJ1FCwZrkoX9eLEgWi7GmCA9Hr2fZ R6hd oXTWEXJAjMuIq GCShFABf 2txoPk3cUD=w632 h356

বালিয়াডাঙ্গীতে ফেনসিডিল সহ দুই মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বোয়ালিমোড় বাজারের পাশে অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আমানুল্লাহ আমান (৩৮) ও সাবুল হক (৩৭) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।


সোমবার (২২ আগষ্ট) ভোর সকালে উপজেলার ধনতলা ইউনিয়নের বোয়ালিমোড় বাজারের পাশে এ অভিযান পরিচালনা করা আটক করা হয় তাদের।


আটককৃত আসামীরা হলেন, ওই ইউনিয়নের লাহিড়ী ছোট সিঙ্গিয়া গ্রামের মৃত সফিকুল ইসলাম ছেলে আমানুল্লাহ আমান (৩৮) ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে সাবুল হক (৩৭) ।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার ওসির নেতৃত্বে একটি চৌকস টিম রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মোটরসাইকেল যোগে দুই মাদক ব্যবসায়ী পঞ্চগড় জেলার আটোয়ারীর দিক থেকে আসার সময় | 


বোয়ালিমোড় বাজারের শহীদ মুক্তিযোদ্ধা মিল চাতাল সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলসহ তাদের আটক ও তল্লাশি করে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায়ী আমানুল্লাহ আমানের তথ্যমতে তার বাড়ীর ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর থেকে আরও ১১ বোতল ফেনসিডিল জব্দ করা করে পুলিশ। 


বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন:


  1. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  6. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here