বালিয়াডাঙ্গীতে সাংবাদিকের বাবাকে হত্যা চেষ্টার অভিযোগ

0
159

 বালিয়াডাঙ্গীতে সাংবাদিকের বাবাকে হত্যা চেষ্টার অভিযোগ
Allegation of attempted murder of journalist’s father in Baliadangi

%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%20(13)ঠাকুুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইজিবাইক ও সিএনজি চালকের মধ্যে তুচ্ছ ঘটনার মিমাংসা করতে গিয়ে ২ সিএনজি চালকের মারধরের শিকার হয়েছে বালিয়াডাঙ্গীর স্থানীয় সাংবাদিক আল মামুন জীবনের বাবা আব্দুল জব্বার। বর্তমানে তিনি মাথায় গুরুতর জখম নিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী বাজারের থানা রোডের অটোষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সিএনজি দুই চালক বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের মকসেদ আলীর ছেলে।

এ ঘটনায় ওইদিন রাতেই সিএনজি চালক শাহাজাহান ও তার ভাই মতিয়র  রহমানকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ করেছেন সাংবাদিক আল মামুন জীবন। সাংবাদিক আল মামুন জীবন আজকের পত্রিকায় বালিয়াডাঙ্গী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

সাংবাদিক আল মামুন জীবন জানান, বাবা দুই যুগের বেশি সময় ধরে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। তিনি বর্তমানে লাহিড়ী রোডের অটোবাইকের চেইন মাস্টারের দায়িত্বে আছেন। শনিবার রাতে বাড়ী ফেরার সময় সিএনজি চালক ওই দুই ভাই ও অটোবাইক চালক মালেকের মধ্যে গাড়ী রাস্তায় রাখাকে কেন্দ্র কের গোলযোগ সৃষ্টি হয়। দুপক্ষের গোলযোগ মিটাতে গেলে সিএনজি চালত শাহাজাহান ও তার ভাই মতিয়র রহমান সিএনজির রেঞ্জ দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে মাথা ও নাক ফেটে যায়। তাদের এমন আচণে বোঝা যায় আমার বাবাকে তারা মেরে ফেলতে চাইছিল।

275636076 2859796244321213 7819935745200658165 n%20(1)উপস্থিত অটোবাইক চালকেরা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে অবস্থা আশংকাজনক দেখে চিকিৎসক ঠাকুরগাঁও আধুনিত সদর হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসকের পরামর্শে বাবার মাথায় সিটি স্ক্যান করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ন্যায় বিচার চেয়ে থানায় এজাহার করেছি। আশা করছি পুৃলিশ আইনী ব্যবস্থা নিবে।

মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, সিএনজি চালক ও অটোবাইক চালকদের মধ্য এক ধরনের দ্বন্দ রয়েছে। চেইনমাস্টার হিসেবে আমাদের সদস্য সেটা সমঝোতা করে দিচ্ছিলেন। উচ্ছৃংখল দুই ভাই মারধরে করে অন্যায় করেছে। আমরা সাংগঠনিক ভাবে এর বিচার দাবি করছি। তা না হলে শ্রমিকরা আন্দোলনে নামবে।

বালিয়াডাঙ্গী থানা পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম ডন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here