বালিয়াডাঙ্গীর রাকিবের প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাাদেশে! | Baliadangira Rakib’s love for the young Indian girl in Bangladesh!

0
291

AVvXsEjvgRR2 u3OVsjNmY8ttMlg0UAAYShAuKdkOS3nByi6SoPboLjucf0KXGx

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী (রতনদিঘী) গ্রামের  ইসরাইলের ছেলে আব্দুল লতিফ ওরফে রাকিব (২২)  ভারতের কেরালা প্রদেশের হাজী আলী নামের এক ব্যক্তির হোটেলে কাজ করতে যান। রাকিবের কর্মস্হল  সেই হোটেলে আরও এক যুবক কাজ করতেন যার বাসা ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানি গ্রামে।

একইসাথে কাজ করার সুবাদে ওই ভারতীয় যুবকের বোন খুসনুমা (১৮)’র সাথে এক পর্যায়ে রাকিবের পরিচয় হয়। একসময় রাকিব ও খুসনুমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

পরে রাকিব কিছুদিন আগে বাংলাদেশে তার নিজ বাসায় চলে আসেন। রাকিবের খোঁজে  বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালের দিকে প্রেমিকা ভারতীয় তরুণী খুসনুমা প্রেমের টানে সীমান্ত পাড়ি দিয়ে পার্শবর্তী জেলার পঞ্চগড়ের তেঁতুলিয়ার ঈদগাহ বস্তী এলাকায় এসে পৌছান।

AVvXsEiRA 4mVCpQzbUfgxZZ3cIBWyLCijCQ2 qZy6RaJCCaWoBhtRP8X8znX2PKMLi4beukRqyqDORDppm57YE8tpYO6 5JyflhK42vjL jZ0dHckPU64 BdxRhyW0HZYlFqEJk1q7f5Z5OfPYsi2OsZyDr2G2ST1G3fLn3Ky8St 72HTvau3O1 JwB9tdH=s16000

খবর পেয়ে তরুণীকে বাংলাাদেশী পুলিশ আটক করেন। এমন খবর পেয়ে প্রেমিক রাকিব তেঁতুলিয়া থানায় গিয়ে হাজির হন। সেখানে প্রেমিকা খুসনুমাকে কাছে পেতে কান্নাকাটি করেন এবং বলেন আমি খুসনুমাকে ভালোবাসি চার মাস আগে আমাদের বিয়েও হয়েছে।

কিন্তু রাকিবের কাছে বিয়ের কোন বৈধ কাগজপত্র না থাকায় তরুণী খুসনুমাকে ভারতে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ভারতীয় খুসনুমাও কান্নাভরা কন্ঠে জানান- আমি রাকিবকে ছাড়া বাঁচব না। সে আমার স্বামী । আমি তাকে ছাড়া যাব না”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here