বাসে হাফ পাসের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ | Students of Dhaka College protest demanding half pass on the bus

0
225

AVvXsEixuzJPc1kX2rnFUeYd5mV mfz1yNttDMdiHijChkN3INd1DLce24FSBcPzWS8NWP0FCPAsEEceoMXuesIOdnj97aJXu3 uPBqffogtndFMdTTVRUJNVZ76rBeNa 5960DvmzmvTK BRduM7o6JZQNYP NhybIPlRPQdVp 7zRjk5I40aKDtFmzUBzU=s16000

      বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ।

শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

AVvXsEgCaqFbY8CGr4jKo0s VJzvXkwobNLv2
বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজের সামনে মিরপুর রোড অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।

তারা শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। 

এরপর তারা মিরপুর রোডে মিছিল করেন এবং বাস থামিয়ে ‘গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিন’ লেখা স্টিকার লাগিয়ে দেন।

AVvXsEjbZZjujgR4B9t44lQd1Q5OLRG30PCiGKlGx9xpbKULFgFThKbpuELsAiflq3TWkenyHyCXoVPxLnRb4YG1sQu36r BktM1hYyxXdQ yjjjSlU1 EBimqdgyq2ZFhgz5HrSZiwxeCoh8WJcg6Ndt Bq64CZ5ffoGZZkEnmpqgvCZV9j vsMJrYjw9vo=s16000
বাসে হাফ ভাড়ার দাবিতে স্টিকার লাগিয়েছে শিক্ষার্থীরা।

পুলিশের পক্ষ থেকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। শিক্ষার্থীরা বলেন, আজকের মধ্যে সমস্যার সমাধান না হলে শনিবার থেকে কঠোর আন্দোলন শুরু করবেন তারা।

সকাল ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাইয়ুম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে আজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছিল। আমরা তাদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দিতে বলেছি। শিক্ষার্থীদের এই সমস্যা নিয়ে আমরা বাস মালিকদের সঙ্গে কথা বলবো। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here