বিয়ের রেশ না কাটতেই ১৫ দিনের জন্য সালমানের সঙ্গে থাকবেন ক্যাটরিনা, ভিকির কী হবে | Katrina will be with Salman for 15 days without cutting the resh of marriage, what will happen to Vicky

0
262

AVvXsEjrGlFtGpPKz8KqkWeVW73qFOg VKg3u30TRqPDf 1n9mqpPpc6ZcXayRYrK4X5iWskc8EGiSOs3NfF4pSSmu34YnJrx529kMnW 9K8HgeWvAQjN5c7l1jv3T0kOLB6Vohjwv5FSfJkTA7AkEUN wnhkWCR1OOscqy ldIQOLKnI2VmpZzGqh tOAWu=s16000

বিয়ের পর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনয়ে ফিরছেন। আগামী জানুয়ারিতে তিনি কাজে ফিরবেন বলে জানা গেছে।

‘টাইগার-থ্রি’র শুটিংয়ে যোগ দেবেন তিনি। এ সিনেমায় ক্যাটরিনার নায়ক সাবেক প্রেমিক সালমান খান।

গত ৯ ডিসেম্বর রাজস্থানের এক প্রাসাদে জমকালো আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাট ও ভিকি। বিয়ের পর দুজনেই ফিরেছেন মুম্বাইয়ে। ভিকি ইতোমধ্যে কাজে ফিরেছেন। 

AVvXsEjbZaFPXHjuEOGmHSGon2QzlZyUMnrR4dsoDK6QYHWFO91CEtyayMJ s678z6RKiMV6Tiqzs6aAB69G8mQuUQ9IkbJ8t2KTI7tPlsWho aXNytdy3v bVPlho XpQ5AHX4zcZ 765qUImye0WImePbovgs6KHY 5VaNFoUFjZWE7 Lr8ofbTbRrOGEH=s16000


ভারতীয় গণমাধ্যমের খবর, বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ অভিনয়ে ফিরছেন আগামী জানুয়ারিতে। আগের প্রেমিক সালমান খানের সঙ্গে ‘টাইগার-থ্রি’-এর শুটিং শুরু করবেন। 

২০১২ সালে মুক্তি পাওয়া সালমান খান ও ক্যাটরিনা অভিনীত ‘এক থা টাইগার’ সিনেমা বক্স অফিসে সুপারহিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ওই সিনেমার সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। 

এরই ধারাবাহিকতায় তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’ তৈরির সিদ্ধান্ত হয়। গেল আগস্টে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here