বিশ্বনাথে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

0
194

 বিশ্বনাথে”রাস্তা সংস্কার কাজের উদ্বোধন”
Inauguration of road repair work at Bishwanath

%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BEটেংরা থেকে বিশ্বনাথ সড়কের নদী ভাঙ্গন স্হানটি “টেংরা বার্তা “ফেইসবুক আইডি  সংস্কারের  জন্য  সংবাদ প্রকাশ ও  এলাকার অর্থায়নে রাস্হাটি সাময়িক সংস্কারের জন্য অনুরোধ করে একাধিকবার। 

এই অনুুরোধের সাড়া দিলেন টেংরার এক ঝাঁক যুব । উদ্যোগ নিলেন তারা।

দেশী – বিদেশী টেংরার প্রবাসীদের অর্থায়নে সাময়িক সংস্কার কাজটি গতকাল ২৩ মার্চ বুধবার সকালে শুভ উদ্বোধন হয়েছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উদ্বোধনী কালে শীরনির আয়োজন হয়েছিল এবং টেংরা জামে মসজিদের মোয়াজ্জিনের দোয়ার মাধ্যমে কাজটির সূচনা হয়েছে।

এতে উপস্হিত ছিলেন, সমাজসেবক ব্যাংকার আল জাহান, সমাজসেবক আজাদ মিয়া, সমাজ কর্মী শাহাদাৎ হোসেন, সৌদিআরব প্রবাসী জিতু মিয়া, টেংরা বটেরতল বাজারের ব্যবসায়ি মঈনুল হোসেন, ব্যবসায়ি নুনু মিয়া, সমাজকর্মী শিপন আহমদ, জামাল মিয়া, মাস্টার কামরুল ইসলাম,  টেংরা টিল্লাপাড়ার সুমন আহমদ,  মুরব্বী গৌছ মিয়া ও ইসলাম উদ্দিন প্রমুখ।

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here