বুলগেরিয়ার বাসে আগুন, নিহত ৪৫ | Bulgarian bus fire kills 45

0
259

AVvXsEhXMIHMYgYznGF62aJMrzB6f7H0dyW24RdgPiiAy2G7TR61o8 LXHGwSl2hAafxKRYHaY8 MyLzU9 SEkTe5PdKbStEX7t9bCNeDWsUwktwkjHuteqypQJr3

 
বুলগেরিয়ার পশ্চীমাঞ্চলের হাইওয়েতে উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী একটি পর্যটকবাহী বাসে আগুন লেগে কমপক্ষে ৪৫ জন নিহত ও অনেকেই আহত হয়েছে।  

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির কর্মকর্তারা জানান,  মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। এ সময় দগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

নিকোলভ বলেন,  একটি বাসে আগুন ধরে যাওয়ার পর অন্তত ৪৫ জন নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সকাল আটটায়। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  

সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here