বেনাপোল সীমান্তে ১৫ পিচ স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক

0
111

 

AVvXsEi6EwVRFqj2ru3BWePjzu LpW2 S0IXMu wXgxd1c7p9apN5fMWUxksCPf5w30lzN2BLEaNzMCA7DoTPsfH6f5J6Jyd5lRauzKWP93GcGhqjwSKk10yvJ09Xvf wkD88rRb2 Iw6y0VSnpcprazCqdbxWbo5F BjR0paz2R3VIKfIoqNQRcpgG Cu9=w636 h358

বেনাপোল সীমান্তে ১৫ পিচ স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৫ পিচ স্বর্ণের বারসহ (১.৭৪৯ কেজি ওজনের) মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২০ এপ্রিল) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়ার মৃতঃ নুর মোহাম্মদের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্য ছিল, পুটখালী সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৫০৭ লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৬ আর পিলারের নিকট নদীরপাড় শূন্য লাইন হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামস্থ উত্তরপাড়া নামক স্থান হতে তল্লাশি অভিযান চালিয়ে বিজিবি টহলদল ১৫ পিচ স্বর্ণের (১.৭৪৯ কেজি ওজনের, ১৫০ ভরি) বারসহ মনিরুলকে আটক করে।  

আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here