বেলারুশ ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার মেয়াদ বাড়ল | The duration of the joint military exercise between Belarus and Russia has been extended

0
157

AVvXsEjP4uIqz9mvzW8vo ExHh4TFi5pw8cGDkGSmjq6uGlLxAVNyqy4e50CPlRSRosHCaPc74AIvKM0LyzcOUB0a4dKs3wh8033uea6k5J8BH F2sx9K4zYnQQnlVjjPuEP7dizr3epiHQRhx0UNy3uh8wgPiA3Z8XbUHdcL2ucjI8X36NmTzqkCZ 11CN =s16000

ইউক্রেন সীমান্তে রাশিয়া লক্ষাধিক সেনা মোতায়েন করার পর পশ্চিমা নেতাদের ভাষায় “যে কোনো সময়” সামরিক অভিযানের শঙ্কার মধ্যেই বেলারুশ কর্তৃপক্ষ বলেছে, রুশ সেনাদের সাথে তাদের যে যৌথ সামরিক মহড়া চলছিল, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা বৃদ্ধির কারণে তার মেয়াদ বাড়ানো হচ্ছে।

রোববার ওই মহড়া শেষ করে প্রায় ৩০ হাজার রুশ সৈন্যের নিজ দেশে ফিরে যাবার কথা ছিল।

কিন্তু বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সামরিক তৎপরতা বৃদ্ধি ও তাদের ভাষায় পূর্ব ইউক্রেনের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এ মহড়ার মেয়াদ বাড়ানো হচ্ছে। বেলারুশের এ ঘোষণা অবশ্য মস্কোর দিক থেকে নিশ্চিত করা হয়নি।

AVvXsEhFunSAmQLHKNN0BfBD8D2BuMaR3ZU6JapF UJpgbxVut6voSax v0oIjBXvMyb4Yx3uHNclTP6wpfx6JlSxwBwualIyWHQVbNzFYqfqaGJd4I7ritqKTbkD2elOwjU03h6NK433igJaM qemMEh4l8LzjwHTWMERP0ew2LpslQ26GhW2RbF5mqRMv =s16000

পশ্চিমা নেতারা আশঙ্কা করছেন, মহড়ায় অংশ নেয়া এ রুশ সেনাদের ইউক্রেন অভিযানের জন্য ব্যবহার করা হতে পারে, তবে রাশিয়া তা অস্বীকার করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত যে রাশিয়া ইউক্রেনে অভিযান চালাবে। পশ্চিমা নেতারা রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তারা ইউক্রেনে অভিযান চালানোর অজুহাত হিসেবে একটি ভুয়া কারণ খাড়া করার চেষ্টা করছে। তবে রাশিয়া বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এ পরিস্থিতির মধ্যে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে আরেক দফা ফোনালাপ হয়েছে।

AVvXsEg7UEiuizRwL4DYOSeY8VLtIO3S0XlxjvJEcaH8L5LKa JRlF1C6o2w A75 cvzQWzxWKMcs LlTv8ACNeIN4IyXwrKX08Q1mV64Q8edKxJJInUiK K2NfUozcQGdTSEgwNQYdMNBoD04yAoNrw4x0vFRY1qtA33xexhSfW6 FM0dzl7S 6vw5isoWA=s16000

পূর্ব ইউক্রেনে সঙ্ঘাত তীব্রতর হচ্ছে

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ-সমর্থিত বিদ্রোহীরা গত কয়েক দিন ধরে আক্রমণ বাড়াচ্ছে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা কোনো উস্কানিতে সাড়া দেবেন না। তবে জেলেনস্কি বিশ্বনেতাদের উদ্দেশ্যে বলেছেন, রাশিয়া কোনো অভিযান চালালে আত্মরক্ষামূলক পদক্ষেপ নেয়া হবে।

AVvXsEiyd8AaTdE1ZNJ52YT8WjVWIyFGLwILLNWF qSdEDKhC2RTiXqgrjfKDqF0dpcfUNa3PjrRVDA6nz87 mcQEd9IUBMe

পূর্ব ইউক্রেনে সরকারি বাহিনী ও রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের তৃতীয় দিনে দু‘জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গ করে গত রাতে একাধিকবার গোলাবর্ষণের অভিযোগ এনেছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে – তারা ডনবাস এলাকায় যাবার একটি চেকপয়েন্ট ব্যবহার স্থগিত করেছে কারণ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীরা বলছে, তা্রা ইউক্রেনীয়দের গোলাবর্ষণের জবাব দিচ্ছে।

AVvXsEiQDRBYXL RB73I2ui2eNdZ2IM6ScLUQSpDqTM75xS10qx6fE348zdaHVx9HxVr4eqxWaQ84HiQd8BRS7hQWyPxNx 7qAGtXrrc3 iDZhVt wzVteKrTd74ag6sLJ6QeIuIxfM1KDW

ইউরোপে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ?’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া ইউরোপে ১৯৪৫ সালের পর সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে, এবং বিভিন্ন আলামত দেখে মনে হচ্ছে যে এক অর্থে ইতোমধ্যেই তা শুরু হয়ে গেছে ।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, গোয়েন্দা সূত্রে আভাস মিলছে যে রাশিয়া এমন এক অভিযান চালাতে চায় যাতে কিয়েভ শহরকে ঘিরে ফেলা হবে। জনসন হুঁশিয়ার করে দেন যে এ ধরনের কোনো যুদ্ধ হলে তা হবে “রক্তাক্ত এবং দীর্ঘ।”

তিনি আরো বলেন, ইউক্রেনে রুশ অভিযান হলে – রুশ কোম্পানিগুলোকে ডলার ও পাউন্ডে কোনো লেনদেন করতে দেবে না যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ।

AVvXsEgBOhOcW0n3mxeZwp5z6Y5Ezu6Pdx6ZvxPn3D4 NRKzRS0nHX0sCfg0jDRqU KrCi4 iHGvRXcKh4cJdx QQi9lFyygydhIPh55jHIt4Hdg5ZRqLsqb 858XYL5ECCITvVWCuA2 C0ga oCEHOC0pfi6cq5hnmqfeRWSQCT9WdKalypBdhwn38ACmm8=s16000

রাশিয়া কী চাইছে?

পশ্চিমা দেশগুলোর কাছে রাশিয়া নিশ্চয়তা চাইছে যে ইউক্রেনকে কখনো নেটো সদস্য করা হবে না এবং পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি কমাতে হবে – যদিও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এমন কোনো নিশ্চয়তা দিতে রাজি নয়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় এবং আট বছর আগে রাশিয়ার দখল করে নেয়া ক্রিমিয়া পুনর্দখল করার চেষ্টা করে – তাহলে পুরো ইউরোপ একটা বড় আকারের সঙ্ঘাতে জড়িয়ে যাবে।

AVvXsEj4Roq5cNs8vbpDf5Wn7R3vcFZu6GimakOrhnxheauiYiNTAxtcm3abKJkw01jQEuibxAsSN2 YIYVMHZFIl0ycqJ8EI0LTSHGVg1Ofjd9qVLMdDRJ4KjKGghJ3AqBGEBdv8PYhZF3SkVBhfuJ 7IYzMdFNQLe izZZKeMfK8YSJvm0vbDBb TBuC V=s16000

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন প্রয়োজন হলে ইইউ তাদের নিজ অর্থনীতির ক্ষতি করে হলেও রুশ সামরিক আগ্রাসনের পাল্টা ব্যবস্থা নেবে। মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ইইউ রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করার জন্য প্রস্তুত আছে।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here