ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১৬ লাখ ৫৪ হাজার টাকার সয়াবিন তেল উদ্ধার; আটক ২

0
129

ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১৬ লাখ ৫৪ হাজার টাকার সয়াবিন তেল উদ্ধার; আটক ২

Soybean oil worth Tk 16.54 lakh recovered during smuggling to India; Detention 2

AVvXsEgKgYNn6Lk TSIg8yLfqvGvw3IAPqNyjVU7rjvFgTFDO pJlSlkOw wDCEsssWEAYI17Q0Vc3QDxpMlh10VCCxm6idbJ Jra8eyToFd 1hqFWybTmz8ytVb9MtZigG00Eb8HNMeQkBP1G RCdhKALG317NoCdHunCyc1El2Uuor3eMm1u9Q24nMFywK=s320ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় সরকারি অনুমোদনহীন ৮৫৬৮ লিটার সয়াবিন তেলসহ মো. শাহজাহান (৪১) ও মো. ইসমাইল (৩২) নামে দুইজনকে আটক করেছে ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় বহনকারী কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। রোববার ৬ মার্চ ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকা থেকে তেলসহ তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মো. শাহজাহান চট্টগ্রামের ফটিকছড়ি জেলার দৌলতপুর এলাকার মৃত হাসি মিয়া ও মোমেনা বেগমের ছেলে, মো. ইসমাইল কক্সবাজার জেলার উখিয়া থানার সিকদার বিল এলাকার হাজী নুর আহম্মদ ও লায়লা বেগমের ছেলে।

AVvXsEjbZnfKGTS7MHYGwc3d srq5bj8opH 7mRwUUjwtI1vTHOSCcVq25X4 aN8 3CVtmPQnLws hRxzEwo3IwfqakP06NrAOw33hKA OVNzrt1FAQOcjDmr0p4nWq Ozp9 AtfoDGvMeiMsjPCJJ41sMO4jlM1Ea9lyzZtN l7jwOscQSnJdz P6wEmUKX=s320ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে সয়াবিন তেল নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ফেনীর বিসিক এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ট ১১-৯৫৩০) এর গতিরোধ করে উক্ত গাড়ি তল্লাশি চালিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ব্যতীত বোতলজাত করা ৮৫৬৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। 

AVvXsEheLXRbzd5Ly 2mblBWxHSM9Ri2ujjkOZ96gKa PwlfYgF8UZky7w4o2Plnu34ck3yowsJvUEbX c4khyjyvoqQPiYx7cIpkScGZSz9j1w6TeAAe7hI4jRBUmx3RFoKgPgx5XXdxOD4AtK4EYukযার বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার টাকা।

 এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। 

পরে উদ্ধারকৃত মালামাল ও কাভার্ডভ্যান সহ আটককৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here