ভেজাল ওষুধ উৎপাদনে ১০ বছরের জেল

0
52

 

AVvXsEhc7D rMSmUH8IBsCqFQQTviLuzeXctZXOhdHkShVYVb VbnkppxHCclb6ubw9tdouEQ5DfH8VTs8BHIBQh18dIx0fZPui GEWh8HcR4AixCP UAQgSY1iKz9aOEYHuA FfAzVQuDRBLIZbMUxBon35eO6DG9fI7pzfDqpapcoPh AuPHp71wRwtaBj=w632 h356

ভেজাল ওষুধ উৎপাদনে ১০ বছরের জেল

ভেজাল ও লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন করলে ১০ বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে ‘ওষুধ আইন, ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

AVvXsEiRrnr388Dx0HKIo LpN 1SusVNkjLGNPX1E44Ipg6PjDGweRQHg0z8Mcdu47oXoq8UpQhayVk9yhq b3p6Mt KLi4x2LS3ZwIaHW8d dmOfAYRXFfWGLdPx47CNjj4Kwc9fXjRFF jIaIWvUfwDGKV7yu05SE4 qjw aZ9XNIa KVWBONOj9wV1bs=w630 h331


প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।


বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।


তিনি জানান, খসড়া আইনে ওষুধ প্রশাসন কেমন হবে, ওষুধ বিক্রি ও আমদানির লাইসেন্স দেয়ার নিয়ম উল্লেখ করা হয়েছে। কেউ লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে তার শাস্তি কী হবে সেটাও খসড়া আইনে রয়েছে।


এছাড়া মন্ত্রিসভা বৈঠকে ‘দ্য স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেন্যান্সি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২২’ ও ‘জাতীয় শিল্পনীতি, ২০২২’ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here