মন্দির নিরাপত্তায় ফেনীর ১২টি মন্দিরে সিসি ক্যামেরা প্রদান

0
225

 ফেনীতে মন্দিরের নিরাপত্তায় সিসি ক্যামেরা প্রদান

Provision of CCTV cameras for security of temples in Feni

AVvXsEgOG7s 9T5HcxiuxcmsQ0qZmUSUU mo1YQr E2wIKzgfZ RSbc4RxvWTBUjGZqjwD19KvYGoNFEnz7xhloNaC2xJ58qYgULtpT0zcbXswiiKS6 FxlOgWImNxuolMফেনীতে মন্দির নিরাপত্তায় জেলা ও উপজেলা পযার্য়ের ১২টি মন্দিরের জন্য সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। ফেনী জেলা প্রশাসকের সভাকক্ষে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এসব ক্যামরা ক্রয়ের বরাদ্দপত্র তুলে দেয়া হয়।

জানা গেছে ফেনী জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলার ৬ উপজেলায় ২টি করে মোট ১২টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সিসি ক্যামেরা ক্রয়ের বরাদ্দপত্র তুলে দেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুুহাম্মদ রুহুল আমিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আফতাবুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here