মারা গেছেন শেন ওয়ার্ন , শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব | Shane Warne dies, cricket world mourns

0
259

AVvXsEjRj ojYKwjTOprNlXsncR2QOIUr2S8aRqHMUATkz0cTKm5PUQAciyjf7 nzECms 7acEhdmf26bF8 3uFIXSU7J5jOYhDG 57KEc4JDAS4T1HzRn

শেন ওয়ার্নের মৃত্যুতে প্রচণ্ড ধাক্কা খেয়েছে ক্রিকেটবিশ্ব। আজ শুক্রবার মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার।

তার এমন অকাল মৃত্যুতে শোকে বিহ্বল ক্রিকেটপ্রেমীরা। মাত্র দুই দিন আগেই তিনি ইংল্যান্ডের কোচ হতে চেয়েছিলেন। আর আজ তিনি পরপারে। এমন বিনা মেঘে বজ্রপাতে ক্রিকেটেও নেমে এসেছে শোকের ছায়া। ক্রিকেট তারকা ও বোর্ডগুলো শোক প্রকাশ করতে শুরু করেছে।

সোশ্যাল সাইটে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকলো আমার আন্তরিক সমবেদনা। যতদিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগস্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে। ‘

AVvXsEiPFPJ0VC RY258VBE14QMQjH9d4UoCkGrAEK a7XnulCRai7C lJRi75Yd6uLLdHYvpjAkWyDUJy vBLymUzRGHnnF

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘একজন কিংবদন্তির চলে যাওয়া… শেন ওয়ার্ন, এই খেলাটির অন্যতম সেরা বোলার …। ‘

কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘শেন ওয়ার্নের দুঃখজনক খবর শুনে বিধ্বস্ত। আমি সম্পূর্ণ হতবাক এবং এটা বিশ্বাস করতে পারছি না। ‘ আরেক পেস তারকা তাসকিন আহমেদ ওয়ার্নের একটা ছবি পোস্ট করে শুধু লিখেছেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি। ‘

ওয়ার্নের ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমি পুরোপুরি হতবাক হয়ে গেছি এই খবর শুনে যে, শেন ওয়ার্ন আর নেই! কিংবদন্তি, খুব তাড়াতাড়ি চলে গেলে…। ‘সৌম্য সরকার লিখেছেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি’। রুবেল হোসেন লিখেছেন, ‘লেগ স্পিনের রাজা। অন্যতম সেরা লেগ স্পিন বোলার। শান্তিতে ঘুমান কিংবদন্তি। ‘ 

AVvXsEi7rcNASf7 MvmPlq3U7Hl7WrYJcSaELjgGgwiTLIcCMbcyFE1GS GT8uGi2JFVkepbwVLQd GYPwx5t9ZFTwWz1KfoxJlRj 9Z2rgAw pM1V4oyCwu0 YbqCaQoB2lNARlT6UzfBdvSd7r0ahvl8c6fk3VOBD8c3tloHgNNwdGLMt04O460VYL3WNm=s16000

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে রডনি মার্শ আর শেন ওয়ার্নের একসঙ্গে ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ক্রিকেটের দুই সত্যিকারের কিংবদন্তি শেন ওয়ার্ন এবং রডনি মার্শের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে । ‘

এমন অসংখ্য শোকবার্তায় ভরে উঠেছে সোশ্যাল সাইট। ওয়ার্নের এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা, ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম, ভারতের ব্যাটার বিরাট কোহলিসহ আরও অনেকে শোক  প্রকাশ করেছেন। 

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here