মাশরাফির আগুনে বোলিংয়ে ঢাকার প্রথম সাফল্য | Dhaka’s first success in bowling under Mashrafe’s fire

0
37

AVvXsEju IfWFHfsP52d z6kGOx aMAF Hyj OxfXut85We00JobcLWndYtL2Da7Se7tYcEiQjoITh2Q5LfQ78VlAcJztCXeLDHCSE WBjhdSjZLXCkeA00g685eA9bdaTJIqnGIpnzeluFqKL6ehETczbMY1K6ha7lqT708HZyrCmkk5Y 18vzrZqsTpF49=s16000

প্রথমবার ৮ম বিপিএলে খেলতে নেমেই বল হাতে আগুন ঝরাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলা এই তারকা পেসার আজ নিজের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নিয়েছেন। 

ম্যাশের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রুবেল হোসেনের তালুবন্দি হয়েছেন ২১ বলে ১৬ রান করা সিলেট সানরাইজার্স ওপেনার লেন্ডল সিমন্স। এর মাধ্যমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারিয়েছে সিলেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.৪ ওভারে মাত্র ১০০ রানে অল-আউট হয়ে যায় তারকাখচিত ঢাকা। বল হাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু আর পেস তারকা তাসকিন আহমেদ। 

বরাবরের ঘূর্ণি সহায়ক মিরপুর শেরেবাংলার উইকেটে সিলেটের নাজমুল ইসলাম অপু ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট।

টি-টোয়েন্টির মতো ফরম্যাটে তিনি একটি মেডেনও নিয়েছেন! অন্যদিকে পেস তারকা তাসকিন আহমেদ নিয়েছেন ২.৪ ওভারে ২২ রানে ৩ উইকেট। সোহাগ গাজীও কম যাননি। ৪ ওভারে ১টি মেডেনসহ দিয়েছেন ১৭ রান। শিকার ২ উইকেট। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত পরাজয়ের পথে আছে মিনিস্টার গ্রুপ ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here