ম্রুণালের ঠোঁট চেপে ভেজা চুমু শাহিদের, ‘খেসারত’ হিসেবে স্ত্রীকে মলদ্বীপ ভ্রমণ | Shahid’s wet kiss on Mrunal’s lips, his wife travels to Maldives as ‘compensation’

0
38

AVvXsEhJIK5XOIno8L4M7jyOmgU9aTh4 1FK7VAiYG0Crz NbGmdH2PdeLmG0s9aNllCzBUEky nw8UjDR826FEvfGhZ5dWLzOAXr4F9MvCLgwvAPSqRnvyH2wydVelSOSodWXE7BluChXrSAyn7c9YysT 0PjCW3CD2Bf VC55FkCDNkSBPjZp2Y6iZanqh=s16000

সম্প্রতি, ‘দ্য কপিল শর্মা শো’-তে ‘জার্সি’ ছবির প্রচার সারতে হাজির হয়েছিলেন শাহিদ কাপুর এবং ম্রুণাল ঠাকুর। অনুষ্ঠান চলাকালীন মঞ্চের মাঝেই ‘জার্সি’র একাধিক চুম্বন দৃশ্য নিয়ে শাহিদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন কপিল।

ছবিতে এই চুম্বন দৃশ্যের কথায় নিজের চিরাচরিত মজাদার ভঙ্গিতে শাহিদের উদ্দেশে কপিল বলে উঠলেন ‘ রেসপিরেটরি থেরাপি’-র মাধ্যমে নিজের বহু ছবির নায়িকার মুখে অক্সিজেন পুরে দিয়েছেন এই বলি-তারকা। বলি-তারকার উদ্দেশে এরপর তাঁর প্রশ্ন, ‘এই যে আপনি এই সমাজসেবামূলক কাজকর্মগুলো করেন তা শুধুই স্ক্রিপ্ট এর নির্দেশে নাকি নিজের মনের ডাকে?’ হাসতে হাসতে শাহিদের জবাব, ‘দ্যাখো, ব্যাপারটা হল মুখ দিয়েই ‘এই কাজটা’ করে থাকি, কিন্তু তার সঙ্গে খানিকটা মনের ডাকও থাকে আর কী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here