যে কারণে খেরসন দখল রাশিয়ার জন্য অনেক ‘বড়’ জয় | That’s why there are so many ‘big’ wins for murder traders

0
253

AVvXsEh1716kTbM GDeSLBM18WYz z9UC7ySMOixRiUYW0mmEolkDbQ1BLc6Osoo2twyspxEak02lYYB8xxJw40dwRLJMTtCkPebCoBqQLBUS97vqp5JH55pFxv1h69xpIiSIsB9QAClHsC

রাশিয়ার সেনাবাহিনী দখলে নিয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। বুধবার ভোর ৬টার দিকে পুরো শহর দখলে নেয় তারা।

জানা গেছে, খারকিভ শহরের পতনের পর আকাশ থেকে প্যারাশ্যুট দিয়ে নেমে আসছেন রুশ সেনারা। এ খবর নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা বলছেন, বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আকাশ থেকে হামলা চালানো শুরু হয়।

রুশ সৈন্যরা স্থানীয় সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে বলে দাবি করে ইউক্রেন সেনাবাহিনী বিবৃতি দিয়েছে।  

খারকিভে রুশ ভাষাভাষী মানুষের বাস। মঙ্গলবার শহরের কেন্দ্রস্থলে হামলা চালায় রাশিয়া। এছাড়া আবাসিক এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যায়। সেখানে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।  

AVvXsEgt9QTFbOhlWoq3OdlqkuZy7yf3wK0RSeGjBz0JxUVjqrA29IFgiLv inXm4uWizMtYHS1bliwJhM9sX4BZqjDwLQaxOEm2Ea5RnJoAjYd6l6VAoIdHKh9e5 pRwRf

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here