যে কারণে তুরস্কের প্রতি আকৃষ্ট হচ্ছেন ফ্রান্সের তরুণ মুসলিমরা | That is why young Muslims in France are attracted to Turkey

0
206

AVvXsEhTffXQUXcAkXFn9wNKp8d1kqiaAMevnl n4An CJqXUTzILNdUc2VFbQZoElFRY6p1h3XKCoOgZQSjE2NAvSN5fow5J09OFFwckJcfJHUZ4iL8t9H HDjj jvOF1L 5xIVbUZsXunvrj8lTD3EjUM VXFwFTXBtB6lC1QLvzPtFkONai0ivFi1o1Ju=s16000

ফ্রান্সের গণমাধ্যম লে জার্নাল দু দিমানচি একটি নিবন্ধ প্রকাশ করেছে। এই নিবন্ধটিতে জানানো হয়েছেন ফ্রান্সের তরুণ মুসলিমরা তুরস্কে বসবাসের জন্য আকৃষ্ট হচ্ছেন।

ফ্রান্সের মুসলিম বিদ্বেষী মনোভাবের কারণেই এমনটি হচ্ছে বলে উল্লেখ করা হয়েছেন নিবন্ধটিতে। 

‘ফ্রান্সের তরুণ মুসলিম যারা এরদোগানের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে’ এই শিরোনামে নিবন্ধটি প্রকাশ করা হয়।  এতে বলা হয় দীর্ঘ সময় ধরেই ফ্রান্স থেকে তুরস্কে স্থায়ী হচ্ছেন মুসলিমরা। 

AVvXsEisRdeQCu7zW4skmp4LL7uGxcuT1jabMsq1bSAhurFXfN2gd64iEKoNzv8jTgTr1R35pMb6FuJMAnnMU5Gcts1Rxp QuzNrt7IgCqegtLl lLkz2W7lvwfqjkBprWWOzOJ MfmnlJ486irDcVmLEQ0b3PoYZkvksTAHsX0sSZVIpkv9 Tf NVwy z0m=s16000

নিবন্ধটিতে আরও বলা হয়েছে, ফ্রান্স থেকে তুরস্কে মুসলিমদের আসার বিষয়টি গত পাঁচ বছরে আরও বেড়েছে।  আফ্রিকান বংশোদ্ভূত যারা আছেন তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে যাচ্ছেন। আর একটু শিক্ষিত যারা তারা তুরস্কের প্রতি ঝুঁকছেন।  

AVvXsEjVC7k3dHEbPwZN39n0IYXW69ANCAQDOf aTiQA9XsWVGmbKYG1tM FXehefraW0FCQ2K8wcyt4XSXhKK8YmQsfew kTJOqQn1KncwGZGWSUMmwTtCbqrAkUHiPKzEfsQMqolTVrYXKaZ2e4MiAWwmlCgpYQTZ9nF0aRDhGvGXG108fuxm7iRgbBU g=s16000

নিবন্ধটিতে থিবো নামে ৩২ বছর বয়সী একজনের বিষয়ে আলোচনা করা হয়েছে।  যিনি ফ্রান্সে একট সময় রুটির দোকানে কাজ করতেন। কিন্তু দেড় বছর আগে তিনি স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে ফ্রান্স ছেড়ে অন্য কোনো দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার ফ্রান্স ছাড়ার কারণ হলো সেখানে মুসলিম বলে তাকে আলাদা চোখে দেখা হত।

AVvXsEivEBqacC7oBlDByR3RElSHvyrNwZfj2XVGCGESdI5VZXKRCy2Np0q qf5FK0BmPXjXWBR5fZyyeBlUuCVEL5tFXSUMz8cDeO ijqyhZNQw37szKP7hOqT3rtN3d ytW4hGo8kq2fr1w8hzaZjh9MKo2q1PIvPDiZ5B2wNCPbbkFtzUKW8 vq 1zVeq=s16000

তাছাড়া ফসিল মাহানি নামে এক ইউটিউবার ওই নিবন্ধটিতে জানিয়েছেন, ইউরোপের সঙ্গে তুরস্কের অনেকটা মিল থাকার কারণে তিনি নিজের নতুন ঠিকানা হিসেবে তুরস্ককে বেছে নিয়েছেন। 

সূত্র: ডেইলি সাবাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here