রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

0
185

 

AVvXsEhYsE9P7VoO3ld IXLDhLSvnCVW8uXMQfSCLypCYTXjedpvnZsEYE6mHysx6YctB3LmYAWF8W 26oh Ur GHacb7x6VO5sQ0VgSk4GPAWv63uFQJ9QsAiw5WDHrsUFLpaB4InFAQl8z6TAcIoXEb xLc1EifhZ4XYIC6wuas05 F7QKBz pCIuuFQt=w631 h355

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. নাঈম ইসলাম (২০)।

নিহত তরুণের মামা ইয়াসিন হোসেন বলেন, নাঈমের এক বন্ধুর জন্মদিন উপলক্ষে তাঁরা ১০ জন ৫টি মোটরসাইকেলে গতকাল বুধবার রাতে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে ভোররাতে পোস্তগোলা ব্রিজে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তাঁরা দুই বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী সাগর (১৯)।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে সকাল সোয়া ছয়টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সাগর চিকিৎসাধীন।

জানা গেছে, নিহত নাঈম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. হোসেনের ছেলে।

রাজধানীর বাংলামোটরে এক আত্মীয়ের বাসায় থাকতেন তিনি। তিন ভাই ও তিন বোনের মধ্যে নাঈম ছিলেন সবার ছোট।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here