রাণীশংকৈলে আলুখেত থেকে যুবকের লাশ উদ্ধার

0
195

 

রাণীশংকৈলে আলুখেত থেকে যুবকের লাশ উদ্ধার 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭অক্টোবর) সকালবেলা
উপজেলার ভরনিয়া বামনদিঘির পাশে এক আলুখেত হাতে ও শরীরে আঘাতযুক্ত লাশটি উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া লাশটি উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া সম্পদবাড়ী দক্ষিনপাড়ার নুরুল ইসলাম ও হোসনেআরা দম্পতির পুত্র হোসেন আলী (২৮)। সে একই এলাকার ভরনিয়াহাট আদর্শ কোচিং সেন্টারের শিক্ষকতা করতেন।

%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%80%E0%A6%B6%E0%A6%82%E0%A6%95%E0%A7%88%E0%A6%B2%E0%A7%87%20%E0%A6%86%E0%A6%B2%E0%A7%81%E0%A6%96%E0%A7%87%E0%A6%A4%20%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6%20%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

ধর্মগড়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাসেম প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ঘটনাস্থল পরির্দশন করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
এসএম জাহিদ ইকবালসহ সিআইডি ও ডিবি’র একটি দল। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বামনদিঘি এলাকার ধানের ফসলি মাঠের এক আলুখেতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত যুবকের মা হোসনেআরা তার ছেলেকে হত্যাকরে এখানে ফেলে রাখা হয়েছে দাবী করে পুলিশের কাছে এর সঠিক তদন্তসহ বিচার চান।

AVvXsEjIrffn2VBVA NtHADvvZuueVgL8OCahaSOzJErq60JzX3JdGUMURDQR2nxCJAbLfZyZmUmRC7r4IAf4HvmGX7ldDOFTDvvVxpwHb4AF8kFuIB XkX2dxsA735VXVu8kfdWNDQQsX2mK

মা হোসনে আরা ঘটনাস্থলেই সাংবাদিকদের জানান, আমার ছেলে কাল রাতে ভরনিয়া স্কুল মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখতে গিয়ে রাতে আর ফিরে আসেনি। তাকে অনেক খোজাখুজি করেছি। কোথাও পায়নি। আজ সকালে আলু খেতে একটি লাশ দেখতে পেয়ে স্হানীয় মহিলারা চিৎকার দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে হাজির হয় তাদের সাথে আমিও হাজির হয়।  লাশের মুখ থেকে শনাক্ত করি এটা হোসেন আলীর মরদেহ।


আলেফা পারভীন দাবী করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। তাকে কে হত্যা করেছে এবং কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের খুজে বের করার জন্য উপস্থিত পুলিশদের তিনি অনুরোধ করেন। 
AVvXsEgBUKguZsJ RYX9DSTUhaFhrM1ZGggzkyAjhafkNjj4 AImqJtyTM


থানা পরির্দশক এস এম জাহিদ ইকবাল (ওসি) বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরী করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে। এটি খুন কি-না সেটিরও তদন্ত চলছে। 

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here