রাণীশংকৈলে ইউনিয়ন কৃষি বীজ ব্যাংকের উদ্বোধন

0
184

 কৃষি বীজ ব্যাংকের  উদ্বোধন

Inauguration of Agricultural Seed Bank

AVvXsEjI0nCmCGx43DnOae3wVBWt1Ykenfrj24c08lFKT9epZzqSKoxHol5EmJVL2zmLZM9cpT8z0xbzEdnVpsUmL8R2Zq5cHIdH dwZs6wshH4jt jhzZ ymw9hWs6jKAjbAeosyYg915ol015 Pb004NjEMeDOBS9 DY9rkv1 WY1hE0P813YXBx2LNK k=s320ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি ইউনিয়ন বীজ ব্যাংকের উদ্বোধন করা হয়। 

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলামের

সঞ্চালনায় উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বীজ ব্যাংকের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজ্ঞয় দেবনাথ।

রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইউনিয়ন কৃষি বীজ ব্যাংকের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চল কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।

আরো পড়ুন: যা থাকছে নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’য় (ভিডিও)

অনুষ্ঠানে কাশিপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রদীপ কুমার গুহ,

AVvXsEiEQlbxlNtejnx9LlaZlvtJrKrM3gqaQh C1oKIZlulQDjV2wy6WB6shEpkaToRsswMLbiAKDQpBnOJeGdYxR8MTTirwXjJr6yvZFKdsZosUClIxBZqjryeL6ALxzlllFOlRJzoqSW kHoYDwzIWUM6KU hOjtab1B5u0OjgHiTs9GD3E 24QjIT8wn=s320বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাঈমুল সরকার অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও, উপ-সহকারি কৃষি অফিসার রইসুল আজম পলাশ, কাশিপুর ইউনিয়নের আদর্শ কৃষক ও ইউপি সদস্য আবু সালেহ বাবুল, ধর্মগড় ইউনিয়নের সফল কৃষক নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও শতাধিক উপকারভোগী কৃষক-কৃষাণী কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন ইউনিয়ন পর্যায়ে বীজ সংরক্ষণ করার জন্য এবং সময়মত বীজ স্বল্পদামে কৃষকেরা যেন পেয়ে  থাকে এজন্য উপজেলার প্রতিটি ইউনিয়নে বীজ সংরক্ষণ ব্যাংকের উদ্যোগ নেয়া হয়েছ। 

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

যার ফলে কৃষকেরা নিজের বীজ ব্যাংকে রাখতে পারবেন ও সময় করে নিজের বীজের চাহিদা পূরণ শেষে সেইবীজ বিক্রি করে লাভবানও হবেন। 

AVvXsEjhWh399uQPOJ FhpmNLNSW2LoXW6fmJupVs9SJNhAvcWE8tmPpy25tmnpcDi3JMy0VHXQl7VonsT14nctNGqxRYGT4snRifo5uzTaONVcGOXV04fMMJxrWJtMKWWxT5l2HUvj 7eR3vZyswSGdtB5aIM0ATwOgpfHLmqHi97lr6uZlU8HrRKt 3gB9=s320বীজ সংকট মোকাবেলা সেইসাথে  কৃষকদের অনুপ্রাণিত ও লাভবান করতেই কৃষি অফিসার সঞ্জয় দেবনাথের এই ব্যতিক্রম উদ্যোগ কে সকলে সাধুবাদ জানান। 

অনুষ্ঠান শেষে কৃষকদেরর মাঝে উন্নত জাতের বিভিন্ন আউস ধানের  বীজ বিতরণ করা হয়।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here