রাণীশংকৈলে নদী দেখতে গিয়ে দুই বোনের মৃত্যু

0
305

 নদী দেখতে গিয়ে দুই বোনের মৃত্যু
Two sisters died while going to see the river

AVvXsEiRlved2XAyMknWex70gGdZ9ym26sQpl1 VZtDzTL8SCpEqOH aNIzSBP6nMmqWMqJQG9XHQqঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদী দেখতে গিয়ে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার বলেন, শবেবরাত এর ছুটিতে ঢাকা থেকে দাদির সঙ্গে গ্রামে বেড়াতে আসে দুই বোন।

নিহতরা হলেন- সানজিদা আক্তার (১০) ও সুমনা আক্তার (৬)। নিহতরা রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে শাহজাহান আলী মেয়ে। শাহাজান আলী ঢাকায় পরিবার নিয়ে থাকেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

AVvXsEh9VDamKv88mI9yjwyuwRB9R44EEVS2GmZIesgluEmqJjlfrOIhFxMRpafAaBOp2Z4tklMWK oRH2iN0DjDfuGr5xa9AsYqxMdPbpস্থানীয় সূত্রে জানা যায়, অন্য শিশুদের সঙ্গে তারা কুলিক নদী দেখতে যায়। ঘটনাস্থলে গিয়ে পা পিছলে পড়ে যায় ছোটবোন। এসময় বড়বোন তাকে বাঁচাতে গিয়ে সেও নদীতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে নিহতদের চাচা তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এম এস জাহিদ ইকবাল বলেন খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পোঁছেছি। পরে মরদেহ উদ্ধার করে মৃত দুই বোনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকা মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। 

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here