রাণীশংকৈলে ভোজ্যতেলের পাঁচ লিটারের বোতল উধাও !

0
118

 রাণীশংকৈলে ভোজ্যতেলের পাঁচ লিটারের বোতল উধাও ! 

Ranishankaile five-liter bottle of edible oil disappeared!

AVvXsEiJzQ2RaGYzPMnBtmqdxA1k9pPGWe7gjpZS0d1bsWslFqiH9x699gEyUJ0GlAZ94Nরমজান মাস শুরুর আগেই সয়াবিন আর পেঁয়াজের বাজারে ‘সংযম’ ভেঙে পড়েছে। সয়াবিনের সঙ্গে দাম বাড়ছে পেঁয়াজের। ‘সরবরাহ নেই’ অজুহাত তুলে বাজার থেকে ভোজ্যতেলের পাঁচ ও তিন লিটারের বোতল উধাও হয়ে গেছে। গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে এমনটি দেখা গেছে।

AVvXsEiUtlZmI9zoBYiaQU0xPyjBn7VA8tfd80vgm1bFBAeZZYIM4mqkp uezu 2n2q7Pr7e1ixHI9IaGzo8SvZO1N T7fHAKEkWz0dW8YS0BDs dfv7X1g8sRfn7waHmNP EvY265FLF5vNz71sTMFfVKMf4Oun4jeW5C4owKF Q7TDi7VZ7pyBUOpG2HcN=s320ক্রেতারা বলছেন, তারা পাঁচ লিটার সয়াবিন কিনতে গেলে দুটি দুই লিটার এবং একটি এক লিটার বোতল ধরে দিচ্ছেন দোকানিরা। এতে তাঁদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। এদিকে রোজার আগেই পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠছে। সাধারণ মানুষের সক্ষমতা বিবেচনায় নিয়ে সরকারকে সার্বিক বাজার পরিস্থিতি বিষয়ে গুরুত্ব দেওয়ার দাবি তুলছেন ক্রেতারা।

পৌরসভার পাইকারি বাজারে গিয়ে যায়, প্রত্যেক দোকানে এক লিটার ও দুই লিটার বোতলজাত সয়াবিন পাওয়া গেলেও তিন লিটার ও পাঁচ লিটার বোতল পাওয়া যাচ্ছে না। দু’একটি দোকানে একটি কিংবা দুটি বোতল পাওয়া গেলেও তারা নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বোতলে ৩০ থেকে ৫০ টাকা বেশি দাবি করছেন।

AVvXsEgkNWVMeHENnjMe301BYTDuc4W7fOugLicBcmS6Myfk9YpeXk9xdMykvt4QOKMz3qyVUR R3Rpyk2L7H d1ltcRaGlIan32MYTdOosMVnNIHZfYs6aa6Ph2LzBEM JWsxhEyZbhmkK9Ck NC0p0 B0j8L oznMkQSwONGpTG6ZjUDoPp6ar6u1GdITf=s320নেকমরদ বাজারের মুদি দোকানদার বাবুল হোসেন বলেন, ‘আমার কিছু করার নাই। আমি নিজে বেশি দামে কিনেছি। কোম্পানি বেশি দাম নিলে আমি কী করব। সরবরাহ না থাকলেও ক্রেতা ধরে রাখার জন্য আমাকে ম্যানেজ করে বিক্রি করতে হচ্ছে।’

আলতাফ নামে এক ক্রেতা জানান, তিনি প্রতি মাসে ৫ লিটার সয়াবিন কিনলেও আজ কোথাও ৫ লিটার আর তিন লিটার বোতল পাচ্ছেন না। একাধিক বোতল নিলে বেশি দামে কিনতে হচ্ছে।

AVvXsEj4CqsWdycJvp2QZ7PAAXuOCdqYhPBs7Q lRLnJNTUlsn5t7lefSwO4zz0e9sjsq1dtcir6nfVAMUl4t67fdwSu47CSzNsZfgTJTPofFDzOK9ZKkdGVjmiFNuDSw 7rghvyDGO 3PTN7xC0DP86nfV ea127 r5huiorqo25IbaHamoIhXQ93fmyC=s320রাণীশংকৈল উপজেলার তীর সয়াবিন তেলের ডিলার নিশারউদ্দীন জানান, তারা কোম্পানির অনুকূলে টাকা পাঠিয়েও চাহিদা অনুযায়ী পাঁচ লিটার ও তিন লিটার বোতলের সয়াবিন তেল পাচ্ছেন না। দুই দিন ধরে তাঁদের স্টকে এই পরিমাপের সয়াবিন বোতল নেই। ফলে তারা ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছেন না।

এদিকে সয়াবিনের সঙ্গে তাল রেখে পেঁয়াজের বাজারও অস্থির হয়ে উঠছে। পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম এক দিনে কেজিতে ১০ থেকে ১২ টাকা বেড়ে ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকার অজুহাত তুলে কেজিতে ৮/৯ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজার আরও চড়া। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬৫ টাকা এবং এলসি পেঁয়াজ প্রতি কেজি ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

AVvXsEiKbrzoaiAdm8S UWnubEWsXcB9tsqeLHv7IMgtTu7IMxevhQqbI 7tFyObHj3cYxAKdiK 9frKFVykjnERcDNehRW3JGT147Lপাইকারি আড়তদার আমিনুল ইসলাম বলছেন, ‘ঠাকুরগাঁও মোকামে দাম বেড়েছে। আমরা যেমন দামে কিনছি তেমন দামে বিক্রি করছি। আর বৃষ্টির কারণে পেঁয়াজের খেতে ক্ষতি হয়েছে। ফলে সরবরাহ কমে গেছে, এ জন্য দাম বাড়ছে।’

কৃত্রিম সংকট নিরসন ও রমজানকে সামনে রেখে বাজার তদারকি বাড়ানো হচ্ছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ শাদী। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে বাজার তদারকি বাড়িয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here