রাণীশংকৈলে শিক্ষকের বাসায় শিক্ষার্থীর অনশন; অপসারণের দাবিতে মানববন্ধন!

0
78


রাণীশংকৈলে শিক্ষকের বাসায় শিক্ষার্থীর অনশন; অপসারণের দাবিতে মানববন্ধন!


Student hunger strike at teacher’s house in Ranishankail; Human chain to demand removal!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবর্ষী সুনামধন্য পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সহকারী তৌহিদুল ইসলাম (কুয়াশা)’র অপসারণ চেয়ে স্কুলগেট ও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা।
AVvXsEj 2uGT60YUTYff wX hy7YYJ3dGobQE1muV3DGIaFavi6nkOCEQfGnVmP2qKg6O6A1FlhgIdT NI3tczEhsZINCPGnVAmFK6e gAHyeThOKqYiP1UtuuDcJ3pN wP7UTT7fVbkWSp5X a3qSkv5mE VbzTRm5h3bi MmKSnSUkwF2NOPce py S YE=w240 h320AVvXsEjOkUbO72FpXHRVSeBewkH6yNv6gEq0Tu55 4iLau754YGtB1uFknOoBEdO9ZRXNXPbHo6IMJfAu4hb4wiapVvweIPC5SdOw9XAaQZZUH6Va0LCvRe94GZepw4y bo8ekye1BypvMsCAZz8wLStdrjwrawnbtAGyCT JmjZcYR0yBVMfppkPn6ABKE7=w324 h183

তৌহিদুল ইসলাম (কুয়াশা) উপজেলার দৌশিয়া গ্রামের নুর ইসলামের ছেলে। 

মানববন্ধনে ভুক্তভোগীর সহপাঠী ও অভিভাবকদের দাবি ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে তোলে কম্পিউটার ল্যাব সহকারী তৌহিদুল ইসলাম। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে নিয়মিত শারিরীক সম্পর্কও স্থাপন করেন তিনি।

ওই ছাত্রীকে বিয়ে না করে অন্যত্র বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেন শিক্ষক তৌহিদুল ও তার পরিবার। এই খবর পেয়ে ওই শিক্ষার্থী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে গিয়ে ৩ দিন ধরে অনশন শুরু করেন। এসময় তৌহিদুলের পরিবারের লোকজন ঐ ছাত্রীকে নির্যাতন করেন। এসময় সহপাঠীরা এগিয়ে আসলে তাদেরকেও অনেক নির্যাতন মারধোর করা হয় বলে জানান স্কুলের শিক্ষার্থীরা।

AVvXsEi5DB3OpyC1JLEsk8jZ8cjXUxpqAXUIHrlJp1BeYOx05A6pzHJ4 C2 lFdHV5JFnsvYqBnd4R l35qQFr 1a Fw5JVwLd8FKV1nxNuxilfwhyLWSfD00GXAZELs8r7CO1gcFQE8RYsx2zPSq3UTbyfws9gwY30abu MirVTRc8ONfnBtUlNYi3GHDgk=w320 h180

পরে নিরুপায় হয়ে বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধনে কর্মসূচি ঘোষণা করে এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরআগে সকালে পাইলট স্কুলের দক্ষিণ গেটের সামনে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক হয়ে আবার উপজেলা পরিষদের সামনে অবস্থান গ্রহণ করেন।

মানববন্ধনে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তৌহিদুলের অপসারণ চান শিক্ষার্থীরা। তারা বলেন আমরা মেয়ে শিক্ষার্থীরা সেই শিক্ষকের হাত থেকে নিরাপদ নয়, তাকে অপসারণ করে যেন স্কুল কমিটি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন।

AVvXsEgbr0Kzav2 cMDfI6C0u GJpbZXwLUFsFjQhjq2cJ4KLEdiCLPcwLts x7wwlVFY3xHzcXEPjQRCLKoXgjmnrUKEqdEV5VcwPORlvFNul eJbCeYy0wO4mMbdgtUwmceW dZAkYDt8YO7wSSXBkj13iQhVeyGIqWz iUoIjOaCT54z79 XYxpOL8HC=w320 h180

শতবর্ষী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটির এমন একটি ন্যাক্কারজনক ঘটনা জানতে পেরে শিক্ষার্থীদের অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভূগছেন। 

শিক্ষার্থীর অভিভাবকরা বলেন এমন শিক্ষক সেই স্কুলে থাকলে আমরা সব সময় দুশ্চিন্তায় থাকবো আমাদের সন্তানদের নিয়ে। তাই এমন লম্পট শিক্ষককে চিরতরে অপসারণ না করলে আমারাও আমাদের সন্তানদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো না।

এবিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক তৌহিদুলের মোবাইল ফোনে একাধিকার ফোন দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি। 

AVvXsEgbNGCo5HOvr57HqstpNDcpkCSpH Q20BMo9AFL8ZBk9vq7Fxvc5ZrQWVRHlXHWOCjRcNyoyD35cgCOg6iMrYSEtGQJRKHLXtO7PWi54wSiLtO70zX3oX0Y1mQFRnlU aXUV EZF7N0dLuLx6iEGJIXjtzRpq dhqgRygk33jDsx7rihrXUpHMRW233=w320 h180

এবিষয়ে পাইলট স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি আগে জানতাম না এখন জেনেছি এবং শুনেছি। এটির যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান শিক্ষার্থীদের একটি অভিযোগ পেয়েছি।  বিষয়টি তদন্তসাপেক্ষে খতিয়ে দেখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here