রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল : আচরণ বিধি লঙ্গন!

0
137

 

AVvXsEhlZRvRLpU2VTO4XhmHUbxtmDsLneaTxLnzhV3PR0VI1 GwxGPXmyq chkiealr7rEHvEWeyPD0pccN j1NX7aVm4b3yYToUpSM pAOtmOyy9dTEFF96MsDwr8Y4a7mRFgYVi k7y oO0k6og4a I i2wD6BKOnhRIEKjVOWppxKz8I h9e3GT3OmwW=w633 h356

রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল : আচরণ বিধি লঙ্গন! 

এখনো হয়নি প্রতিক বরাদ্দ তবুও নেতাকর্মী সমর্থকদের সাথে করে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা নির্বাচন অফিসে এসেছেনে ইউনিয়ন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করতে।

AVvXsEgVloOqnfTAeT8f1jvNY6JfeSbPLkFGYyXT b01 42Eh2O8 z7aoeI9Jj0GCC WyEB81AW0nnOoae0 ynuKwwlg3H 9Fjp7QFG0pBOIQnhNiIuFSfTtZbI 6fnu2Fgha Dy9ezHuISWp 6lQuSEQNXHKTrooj OnFcsYuiM NocCM2LWExoNRusbq=w609 h367

একইভাবে ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যরা বিশাল মিছিল নিয়ে মনোনয়ন দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসারের সামনে মনোনয়ন দাখিলে এমন আচরণ-বিধি লঙ্গনের হিড়িক হলেও তিনি অজ্ঞাত কারণেই নিশ্চুপ রয়েছেন প্রশাসন।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে

চেয়ারম্যান পদে ১৯ জন, সাধারণ সদস্য পদে ১৩৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৪ জনের মোট ২০১ মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার ২৮ জুন ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।

AVvXsEjCLe6qbIUkEi95RL06qA2awJ15dVR4vi8SKiVAFL2DvFD5Z1MaMSrw6cUmzi2QYCpxYPkAWREp7GlVLVKuQNVBQi RGs34T4AcJiMll9oeIpExfVj2a 2mFyse21lAl1J B K GoQ4Vxehosz19AwpcAO9iTX7ElyhknocjyYYS8oxkRVIh6yhoJiF=w633 h356

মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই প্রতিক বরাদ্দ ৮ জুলাই এবং ভোট গ্রহণ ২৭ জুলাই। এ উপজেলায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান নির্বাচন অফিসার।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ইউনিয়ন আ.লীগ সভাপতি এমজি গোলাম রব্বানী,  ইউনিয়ন বিএনপি’র সভাপতি মমতাজ আলী মাস্টার ও আদিবাসী নেতা সুজন মুর্মু। 

AVvXsEhkP0JS wihBG1kYrR94FYPCJ Ll qIuYv gh3yH8xP0Z8H LySW UVM62HAGNoGSZsGhnhKane6IBoMeASSwvOXgkgcEL1z9X5y6BSfxmO4TDBdt5hKLHEvHBqnxT3eM S0Fgj7uE2LTXlYiw9QveGWRWMDvjyw KNDWIRMVMNhET9kgqbiNdr5t50=w604 h343

অন্যদিকে ৫ নং বাঁচোর ইউনিয়নে

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক জীতেন্দ্রনাথ বর্মন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির উপজেলা সভাপতি আজিজুল ইসলাম, সতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম শালমান শাহ, জ্যোতিষ চন্দ্র রায় মাস্টার ও আরজুনা বেগম।

৮নং নন্দুয়ার ইউনিয়নে আ.লীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী, ইউনিয়ন আ.লীগ সভাপতি আবু সুলতান, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি দিগেন্দ্রনাথ রায়, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাকী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি জমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাদশা আলম এবং জামায়াত সমর্থিত নেতা শহিদুল্লাহ হাফেজ। 

AVvXsEgbJM6M6KgcXxdxw192sSy5qY33PaPTHQ1DwRtcHazuKpcqbvEqvGR8amdZUhc92GlyzkWqY9tbEk1aT6UKe85Pi9TG44cRUmZRRGW44lbCbEretYf3D63A7wmTwjpRjL6akUoVgWqf6wz2REaChdGHuhqAJjueu8LoB 46tTBmjWEQy6bIdQgsVr45=w620 h353

এদিকে আ.লীগ এই ৩টি ইউনিয়নে দলীয় প্রতিকে মনোনয়ন দিলেও দুটি ইউনিয়নে আ.লীগের একাধিক প্রার্থী  মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এতে বিপাকে পড়েছে আ.লীগের নেতাকর্মিরা। অপরদিকে বিএনপি দলীয় প্রতিকে নির্বাচনে না গেলেও তাদেরও তিনটি ইউনিয়নে রয়েছে ৪ জন প্রার্থী। 

উপজেলা নির্বাচন অফিসার নুর-ই আলম  মুঠোফোনে বলেন,একজন প্রার্থী সর্ব্বোচ  ৫ জন ব্যক্তিকে সাথে নিয়ে মনোনয়ন দাখিল করতে পারবেন। কখনোই বিশাল মিছিল বা শোভাযাত্রা ও প্রতিক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করা যাবে না। কেউ যদি লিখিত অভিযোগ দেয় আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে আচরণ-বিধি লঙ্গনের বিষয়টি দেখার জন্য আইনশৃঙ্গলা বাহিনীকে দায়িত্ব দেওয়া রয়েছে।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here