রাণীশংকৈলে ৪৭৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার ১ জন

0
127

 রাণীশংকৈলে ৪৭৫ ইয়াবা সহ গ্রেপ্তার ১
Arrested in Ranishankail with 475 yaba 1

%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%20(16)ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  মাদকদ্রব্য ৪৭৫টি ইয়াবা ট্যাবলেট সহ ১জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৯ মার্চ) রাতে উপজেলার নেকমরদ পুরাতন গরুহাটিতে আমির হোসেন নামে ৪৭৫টি ইয়াবা ট্যাবলেট সহ তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। 

275625155 417078866887696 8521007191974587244 nইয়াবাসহ আটক  আমির হোসেন (৩৬)

উপজেলার নেকমরদ পুরাতন গরুহাটি গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি)

এস এম জাহিদ ইকবাল এর নেতৃত্বে এসআই/ এরশাদ আলী, এএসআই নুরে আলম ও সঙ্গীয় ফোর্স অভিযানে আটক আমিরের কাছ থেকে এসময় ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

275566913 517531206568017 4644692313133303917 nআটক আমিরের থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা পরিদর্শক (ওসি)এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪৭৫টি ইয়াবা ট্যবালেট একজনকে গ্রেপ্তার  করা হয়েছে। এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here