রাশিয়াকে যে হুঁশিয়ারি দিলো ইউক্রেন

0
226

রাশিয়াকে যে হুঁশিয়ারি দিলো ইউক্রেন
Ukraine warns Russia

AVvXsEgdvpNNZKUhdDW Joi5ssVWPZDGMQtHLTSy8aRIfluI2Z4ezZ7iYjG7Pi56Iknve6q1WjduGAZli6aD6RW8nIbWSWXrcqEbMixC0h5zX4JFRWjMuCy9cDzWNwKTogLBW ইউক্রেনে দখলকৃত দুই শহর মারিউপোল ও ভলনোভাখায় আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। আজ শনিবার (৫ মার্চ) দেওয়া এক ঘোষণায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে যেন মানবিক করিডোর বের হতে পারে, সে জন্য এ সিদ্ধান্ত। এদিকে, যুদ্ধবিরতি নিয়ে এক ধরনের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।

AVvXsEiJ Ve840M49L 6LHnjVNPgAptwVyaUSziXP20I92aaZAZ7XVzJ5v8w1UfUkEFq7NJQ1SUWJItM9dY8LSYiNClirNMwL0 crlirFCQFNLm JCeewI boXg n4b7 QqglgI2OZVCRqqGoGgvoQbIqPgC J7i9ZZ2oQKcUPVA y 4N7ubsS ইরিনা ভেরেশচুক সতর্ক করে বলেছেন, ‘যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া যেন তার সেনাদের আরও সামনের দিকে এগিয়ে না নেয়।’

তিনি আরও বলেন, তার সরকার এমন কিছু খবর এখন ‘যাচাই’ করে দেখছে যেখানে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে শরণার্থী যাতায়াতের করিডোর বরাবর রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। 

AVvXsEg d3 57FSfB5h5blRgOjOKf0jP8Na2uOn62WE ZKxDTGfK7AyPM1NiyaqCRLc2OVFWjFLcfowL1jT9wnf31Ax3zcQvhEJ2i m6bFITtqnTJ7awh7QNDLmGtwa6KWqEGO PwLlXWA1cxX PXN HOHUhExdhjJJHa lSFNbI9CnWopE2aUOy1hHVUtYH=s320 ইরিনা বলেন, ‘আন্তর্জাতিক রেডক্রস এই যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে। তারাই বেসামরিক লোকজনকে বের আনতে  সামনের কাতারে থাকবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here