রাশিয়ার যে ‘লোভনীয়’ প্রস্তাবে যুদ্ধ করতে চায় সিরীয় যোদ্ধারা

0
182

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে নাম লিখিয়েছে ৪০ হাজার সিরীয়

40,000 Syrians have signed up to fight for Russia in the Ukraine war

AVvXsEji57FO169K1HlJuKXi3pMkWFT3TylNuLb lwLr 48hLJWaa i39M2dq BI6QjmkjJCNChs2uCPO CIokK6zEczSA55ytV42iMiqMGqJsoZjTvRDSNea a80GBkR PIU s9TVa9D9DJUnDe218c2R8e2F0 oOCDwHO m3GRmB5m4SeYwiZQG42UyG a=s320ইউক্রেন যুদ্ধে জয় পেতে সিরিয়া থেকে ভাড়াটে যোদ্ধা আনার বিষয়ে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিন জানিয়েছিলেন, যারা শুধুমাত্র অর্থের বিষয়টি বিবেচনা করবে না তাদেরই সুযোগ দেওয়া হবে।

পুতিন সম্মতি দেওয়ার পর এখন পর্যন্ত ৪০ হাজার সিরীয় যোদ্ধা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে নিজেদের নাম লিখিয়েছে। 

রুশ প্রেসিডেন্ট টাকা পয়সার বিষয়টি মূখ্য হিসেবে না ধরতে বললেও সিরীয় যোদ্ধাদের লোভনীয় অর্থের প্রস্তাব দিয়েছে রাশিয়া। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে এমন একটি সংঘটনের বরাত দিয়ে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাশিয়া কথা দিয়েছে ইউক্রেনে যুদ্ধ করতে আসলে প্রতি মাসে ১ হাজার ১০০ ডলার বেতন দেওয়া হবে। 

AVvXsEhJjk28IfLr vTS5z662EH4B r05bu wHFl5Z5MhcYIRhlmaq41GFw9qAyV1rPEUkEHhEAWEO0A fDaE2A6BOQ2RTযেখানে সিরিয়াতে তারা মাসে মাত্র ৩০-৩৫ ডলার আয় করে থাকেন। 

তাছাড়া কেউ যদি যুদ্ধ করতে গিয়ে আহত হন তাহলে চিকিৎসা ও ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে ৭ হাজার ৭০০ ডলার। 

আর যদি কেউ ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাহলে সেই যোদ্ধার পরিবারকে ১৬ হাজার ৫০০ ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা দিয়েছে রাশিয়া। 

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here