রাশিয়া জুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ, প্রায় সাড়ে চার হাজার আটক

0
98

 রাশিয়া জুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ, প্রায় সাড়ে চার হাজার আটক

Anti-war protests across Russia, about four and a half thousand detained

AVvXsEhbJzgmCCeyU CM8HiijNcfTHPsETd72vsB4hdJqLOrtPrjBC5 ibHj7I Ypob 0CiRn iVUG6uS8FCnphxACC0WCXXbGW34Qরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শহর সেন্ট পিটার্সবার্গে আবারও বিক্ষোভ হয়েছে। পুলিশ যুদ্ধবিরোধীদের বেধড়ক পিটিয়েছে।

আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

AVvXsEg8nOsJeo9mCkCrpFUtzHkm N938zky7hawvipGE5u9XsuXGCgwYDztEGWXbTt Jkdc 0qbr8UAFZFuoZS5P7kjuQ5W1hwd6IH09Q2Z1uVCn6OdvNtv2t6xKDgR8DtCyjj8HabFs39f4j MxuqbiPn6Z 07Uuo9EBRDlCW5GrfJkmVDoCi1pHPO hq2=s320সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ২টি ভিডিওর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভিডিওর সত্যতা সম্পর্কে সিএনএন নিশ্চিত হয়েছে। এতে দেখা যায় গতকাল রোববার সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গের কেন্দ্রে নেভস্কি অ্যাভিনিউয়ে বিক্ষোভ হয়েছে।

ভিডিওতে আরও দেখা যায়, বিক্ষোভকারীরা অ্যাভিনিউ ধরে হেঁটে যাচ্ছেন। কাজান ক্যাথিড্রালের বাইরে পুলিশ তাদের ওপর হামলা চালায়। তাদেরকে বেধড়ক পেটায়।

AVvXsEj fpq1Nlz84tgdex9dkU A3ub7kctC5k6 BXQcT 3FdWLcqhgz7CAP3sVjQZQbFq uNj4axPJ7Gg2 nD6W2gA6bsxRWm7euRv3kbvcOCwCYhYmBhfGZbএক ভিডিওতে দেখা গেছে, পুলিশ রাস্তা থেকে এক বিক্ষোভকারীকে আটকের চেষ্টা করছে। তাকে ছাড়িয়ে নিতে অপর একজন এগিয়ে এলে অন্য পুলিশ সদস্য এসে সেই ব্যক্তিকে মাটিতে ফেলে দেন।

রাশিয়ার এসওটিএ ভিশন সংবাদমাধ্যমে প্রকাশিত অপর ভিডিওতে দেখা যায়, পুলিশ সেখান থেকে এক নারীকে আটকের চেষ্টা করছে।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here