রাস্তায় কুড়িয়ে পাওয়া ৬ লাখ ৪৪ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন কলেজ ছাত্র

0
116

 রাস্তায় কুড়িয়ে পাওয়া ৬ লাখ ৪৪ হাজার টাকা  মালিককে ফিরিয়ে দিলেন কলেজ ছাত্র
The college student returned the 6 lakh 44 thousand rupees collected on the road to the owner

AVvXsEjPHjTrIoiMrPoRs OjQsjEYV3JwYaL8wkbXt8PxA4faxhlCNmgKOs5L04Mm7mr Q3TflFAaGf1IgfOVFBBIMUY94v7 xR TM5LDCM9vd9D8CF4tl911F5hVpd OAC9iJY hzA1mTj4ePSHgAdC0k4 lw6opnLUf7e tCZSQ8pgDVhor ZhsM5AS5V2=s320রাস্তায় কুড়িয়ে পাওয়া ৬ লাখ ৪৪ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলেন ছাত্র

ফেনীর ফুলগাজীতে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৬ লাখ ৪৪হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে অনন্য স্থাপন করেছেন নিজাম উদ্দিন নামের এক কলেজ ছাত্র।সে উপজেলার জিএমহাট ইউনিয়নের হাজী মনির আহাম্মদ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।তার বাড়ী জি এম হাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

জানা গেছে গতকাল বিকালে মুন্সিরহাট বাজার থেকে বাড়ী ফেরার পথে একটি ব্যাগ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সে ব্যাগটি হাতে তুলে নেয়। পরে ব্যাগটি খুলে দেখেন ব্যাগের ভিতর ৬লাখ ৪৪ হাজার টাকা। সে সাথে সাথে তার শিক্ষক দেবাশীষ বাবুকে ফোন দেয়। ব্যাগে ইসলামী ব্যাংকের লগো দেখে  এবং দেবাশীষ বাবুর পরামর্শে সে জিএমহাট ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গিয়ে লোকটিকে খোঁজ বের করে করে কুড়িয়ে পাওয়া টাকাগুলো মালিকে ফেরত দেয়। হারানো টাকা ফেরত পেয়ে  টাকার প্রকৃত মালিক তাকে উপহার হিসাবে কিছু টাকা দিতে চাইলেও সে তা গ্রহণ করেনি।

এদিকে কলেজছাত্র নিজাম উদ্দিনের এমন সততায় মুগ্ধ হয়ে মঙ্গলবার  দুপুরে তাকে ফুলেল শুভেচ্ছা ও পুরস্কৃত করেছেন জিএমহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাকির হোসেন রতন।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here