রেললাইন থেকে কুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার | The body of a Kuwaiti student was recovered from the railway line

0
323

AVvXsEimMzIBBXwZddo80eJqlKOoyjKt JQVM0NSqImre7JQxJTDEL3MvXMPtX73mJo4qRHcmT9Oviii kq mtFP8apWhFnbZJpVwIYJoKs7GJHdmgbmP vmqS3rFfv0k2DwIn1MgVZjr78dVO3mDFM8jo0oX47U2VP6GsN72XuJBgNrlXI4WN2HRREPqWVv=s16000


 ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুব্রত কুমারসুব্রত কুমার (১৯) নামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে মহানগরীর মাতমডাঙ্গা যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হন।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘হতাশাগ্রস্ত হয়ে যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কুয়েট ছাত্র সুব্রত কুমার আত্মহত্যা করেছেন। দুপুর ২টার দিকে তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সুব্রত কুমার টাঙ্গাইলের চন্দ্র কুমার পালের ছেলে।’

কুয়েটের উপাচার্য ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, ‘সুব্রত ছিল আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here