লঞ্চে আগুন: বরগুনায় ৩০ জনের জানাজা সম্পন্ন, গণকবরে দাফনের প্রস্তুতি | Launch fire: Janaza of 30 people completed in Barguna, preparation for burial in mass grave

0
209

AVvXsEhAHbE ILa0d6NmKEmaJJ9tNkZCnDst01m5QI3kHJ4hd 1DqRtmWHXjhPY4w IveiJM4xJfkm0Nfaznroa9eAlRPGMWsimEq3fnprBYMWI7jMtJdscg1I0I6EJQrYnT4yQHOAdBeWwWli5jhHgnLwo6CJR07HsevSkipAlCMdhV2yARuc4r1ydD29 M=s16000


ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদগ্ধে নিহত অজ্ঞাতপরিচয় ৩০ জনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বরগুনার সার্কিট হাউস মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

মরদেহগুলো দাফনের জন্য সার্কিট হাউস সংলগ্ন পোটকাখালী গণকবরে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকার সদরঘাট থেকে লঞ্চটি বরগুনার উদ্দেশে ছেড়ে যায়। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় পৌঁছানোর পর লঞ্চের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তিন থেকে চারটি ঘাট পার হয়ে গেলেও লঞ্চটি নোঙর করেননি সারেং। লঞ্চটি ঝালকাঠি সদর উপজেলার চরকাঠি গ্রামের বিষখাঁলী নদীতে পৌঁছানোর পর ইঞ্জিনে আগুন ধরে যায় এবং আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। এরপর জোয়ারে লঞ্চটি ভেসে দিয়াকুল গ্রামে সুগন্ধা নদীর পাড়ে এসে নোঙর করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here