লালপুরে বাস-মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

0
97

 

%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%20%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A6%BF%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%20%E0%A6%8F%E0%A6%95%E0%A6%87%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4%20%E0%A7%A9

লালপুরে বাস-মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের নিচে চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পৌনে চারটায় লালপুর-গোপালপুর সড়কের ডেবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬২), তাঁর ছেলে সোহাগ ইসলাম (৩৫) ও নাতি মো. ইভান (৫)। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়ক ধরে জিএম পরিবহনের একটি বাস নাটোর থেকে লালপুরে যাচ্ছিল। বিকেল পৌনে চারটার দিকে বাসটি ডেবরপাড়া পশু হাসপাতালের সামনে পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। তবে বাসটি পুলিশ জব্দ করেছে।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, নিহত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাসের চালক ও তাঁর সহকারীর পরিচয় শনাক্ত করে দ্রুত আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here