লালমোহনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে বদরপুর ইউনিয়নের ভোট

0
194

 লালমোহনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে বদরপুর ইউনিয়নের ভোট 
Voting of Badarpur Union is going on in a peaceful atmosphere in Lalmohan


%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%20(9)মামলা জটিলতায় বন্ধ হওয়ার পর সকল নাটকীয়তা শেষে অবশেষে আজ সোমবার সকাল ৮টা থেকে লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু  হয়েছে ।  সকাল থেকে পুরুষ ভোটারের পাশাপাশি মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। 

নির্বাচনে ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ টি কেন্দ্রে ভোট সুস্থভাবে সম্পন্ন করতে র‍্যাব, বিজিবি, পুলিশসহ ৩ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজি। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

275234540 381721393515479 4183915048622009916 nসকাল ৯ টায় ৬নং ওয়ার্ড কেন্দ্র হাজির হাট পশ্চিম চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এখানে মোট ভোটার ১৪৬১। দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এইচ এম সুমন বলেল, ৯টা পর্যন্ত ভোট দিয়েছে ২০৩ জন। বয়োবৃদ্ব রহিমা নিজের ভোট দিতে পেরে খুবই  খুশি। হাজির হাট টিএ মাধ‍্যমিক বিদ‍্যালয় কেন্দ্রে পুরুষ ভোটারেরা নিজেদের পছন্দের প্রার্থী কে কোন রকম সমস‍্যা ছাড়া ই ভোট দিচ্ছে। ভোটার সাহে আলম জানান অত‍্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এই কেন্দ্রেে।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here