শনাক্তের হার কমে দুইয়ের কাছে, মৃত্যু ৪

0
143

শনাক্তের হার কমে দুইয়ের কাছে, মৃত্যু ৪

The detection rate decreased to two, death 4

দেশে গত এক দিনে মহামারি করোনাভাইসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩৬ জন। এতে শনাক্তের হার নেমেছে এসেছে দুইয়ের কাছাকাছি। গত এক দিনে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.১৮ শতাংশ। রবিবার ছিল ২.৬৩ শতাংশ ও শনিবার ছিল ২.৯১ শতাংশ।

এ দিকে গত এক দিনে করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৬ জন।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২০ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জন। মোট শনাক্তের হার ১৪.৩৮ শতাংশ।
গত এক দিনে মারা যাওয়া ৪ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ৩ জন নারী। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৮৯ জনে গিয়ে দাঁড়ালো।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন সুস্থ হওয়া ৩ হাজার ৫৪৬ জনকে নিয়ে মোট সুস্থ হলেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here