শার্শা সীমান্ত থেকে ১৬পিচ স্বর্ণের সহ পাচারকারী আটক

0
41

 

AVvXsEgvQ32a4BK qr77Qukiu3mFIYoWnBUoK4cAN3IzQ5MN rBSEpXZv75CfN1C1XYj61H uu7hHyNoPuaxDuNG5XARDZ4ee7Qi 4b 0aqxEt0kuBFsGlRko78fBmxmrBKFrw1sXGblUAMIwkUvkSWr9F Q9pO5 07UdhDLC zw0xnOCP5DEdIQrm fbDb1=w642 h361

শার্শা সীমান্ত থেকে ১৬পিচ স্বর্ণের সহ পাচারকারী আটক

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬পিচ স্বর্ণের বারসহ জনি (৪০) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 


বুধবার (১৭ আগষ্ট) সকাল ৯টার দিকে সীমান্তের গোগা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়। আটকৃত জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।


খুলনা-২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান,  গোগা সীমান্ত দিয়ে বৃহৎ একটি স্বর্ণের চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি।

এ খবর পেয়ে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একজন স্বর্ন পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিচ স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৮৪৬ গ্রাম।

আটক আসামিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here